আপনারা ইতি মধ্যেই জানেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী নারী নির্বাচিত হয়েছেন। তিনি টানা দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের ফোর্বস ম্যাগাজিনের করা তালিকার শীর্ষ স্থান দখলে সক্ষম হন।ফোর্বস প্রতিবছর এই তালিকা প্রকাশ করে থাকে।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এর ঠিক পরের স্থানেই আছেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ।
কিন্ত আশ্চর্য হলেও সত্য বাংলাদেশের অন্যতম উত্তরাধিকারিণী ডিজিটাল বাংলাদেশের রুপকার গণতন্ত্রের মানশকন্যা জননেত্রী মুজিব কন্যা সেখ হাসিনার নাম এই তালিকায় রাখা হয় নাই । এটা যুক্তরাষ্ট্রের প্রতিশোধ পরায়ন মনোভাবের বহি প্রকাশ । আমি হলফ করে বলতে পারি আমাদের দেশে নিজুক্ত আমেরিকার খাস এজেন্টকে মাইর দেয়ার জন্য উনাকে তালিকায় রাখা হয় নাই ।
ক্ষমতায় আসার পর উনি কি করেন নাই.... ১০ টাকা কেজি দরে চাল খাওয়ানো, ঘরে ঘরে চাকরি, বিদ্যুত সমস্যা সমাধান, সমুদ্র জয়, আগামীতে ভারত জয়, দ্রব্য মুল্যের ঊর্ধ্বগতি অভ্যাহত রাখা, শেয়ার বাজার লোটপাট, বেডরুম (গতকালও একজন খুন হয়েছে) সমাচার আর মনে না আসা অনেক কারণে ক্ষমতাধর নারীর গুনাবলির অন্যতম দাবিদার ডিজিটাল বাংলাদেশের রুপকার গণতন্ত্রের মানশকন্যা জননেত্রী সেখ হাসিনাকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী নির্বাচিত না করায় তীব্র প্রতিবাদ জানাচ্ছি ।
আর কিছু অসাধারণ গুনাবলি আমেরিকায় যে কাজ করতে ৫ জন লাগে, সেটা করতে আমাদেরএকজনই যথেষ্ট!
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




