
মোহিত অন্ধকারে
আমার ক্ষতিপূরণ
দহনে ও সুখে
কতটা কথার জালে
বুনেছি একাকী, রোদ ঘুম আর
কূয়াশা মাঠের আলে।
সেই সে হরিণী ঠোট
সেই বাঁকা হাসি
ভালবাসি ভালবাসি
নষ্ট হওয়ার নোংরা চোঁখে
আগুনে বাষ্পলোক।
এরপর এই বিনাশী উপত্যকায়
গুজব ছড়াবে অচেনা আগন্তুক
তুমিও নকল, তোমার ঠোটও নকল বলে
শোরগোল তুলে হারাবে অন্তরালে
আবারও জমবে দুঃখের সম্ভারে
একাকী দহন, একাকী বিস্মৃতি
পলাতক যত জ্বলন্ত প্রণয়
জোট বেঁধেছে সুখকর সব প্রীতি
তোমার সে হাসি যা অন্য কারো নয়;
আকাশে অন্ধকারে
আমি বুকে নিয়ে তোমারই সেই ছল
মিলবো সেখানে যেখানে গোপনে আজও
টুপটাপ ঝরে স্মৃতির ঝর্ণা জল।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৫:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



