প্রস্তুত থেকো হে!
এখানে পাহাড় পাথুরে নয় তাই সাগর দেখি-
ঝুলে আছে আসমান দিগন্ত ব্যাপি, যেন নীল সমুদ্রে মুখ রেখে পান করছে হয়রান ড্রাগন;
যদিও নাপাম বোমা আজ কষ্টকল্পনা আর চেরানোবিলের ধ্বংসাবশেষ
থেকে জাতিস্মর ফিনিক্স পাখা উড়িয়েছে মধ্য এশিয়ার তীর্যক বাঁকে;
ক্ষয়ে যাওয়া ইতিহাস তড়পাচ্ছে সামুদের ফসিলে-
বিভক্ত মৃত সাগরে পড়ে আছে রক্তচক্ষু থার্ডটেম্পলের বিশদ ত্রিকোণ।
আমাদের হৃদয়... বাকিটুকু পড়ুন
