আমার রান্না করতে ভাললাগে

আর এটা আমি আবিষ্কার করলাম আমার বিয়ের পরে মানে ২ মাস ২৩ দিন আগে

।যখন ই নতুন কিছু রান্না করি বন্ধুদের আসতে বলি।কেউ যখন কিছু ভাল হয়েছে বলে তখন অনেক ভাল লাগে

।তাই every weekend এ নতুন কিছু রান্না করতে চেষ্টা করি।
আমার আম্মু অনেক মজার মজার রান্না করতে পারে

কিন্তু কপাল দোষে তার কাছ থেকে কিছুই শিখতে পারিনি

কারন যখন বাংলাদেশে ছিলাম study নিয়ে ব্যস্ত ছিলাম আর এখন আমি New York এ আর আম্মু বাংলাদেশে

। তাই যাই রান্না করি নিজের আন্দাজ আর আম্মু ফোন নিদেষর্না।
সামু তে কালকে মেঘ_মেঘা আপু এ ১টা লিখা পরে নতুন ৩ টা রান্না শিখলাম। আর তখন ই আমার মনে হল সামু'র রাধুনীদের থেকে অনেক কিছু শিখার আছে।
Please কেউ যদি সহজে রান্না করা যায় এমন কোন Recipes দেন তবে অনেক অনেক উপকৃত হব।

