প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটনের খুবই ঘনিষ্ঠ কিছু মুহূর্তের ছবি সম্প্রতি জনসমক্ষে চলে এসেছে। ইংল্যান্ডের রাজ পরিবারের এই দম্পতির মধুচন্দ্রিমার ছবি সম্প্রতি প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার একটি ম্যাগাজিন। আর এর ফলে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে রাজ পরিবারে।
গত বছরের এপ্রিলে কেটকে বিয়ের পর ১০ দিনের জন্য অন্তরঙ্গ সময় কাটানোর জন্য সিসিলেসে গিয়েছিলেন প্রিন্স উইলিয়াম। সংবাদ সংস্থাগুলোর সঙ্গে ব্রিটিশ রাজ পরিবারের একটি অঘোষিত চুক্তি হয়েছিল যে সদ্য বিবাহিত রাজ দম্পতির এই হানিমুনের সময়কার ছবি কোথাও প্রকাশিত হবে না। কিন্তু এক বছরেরও বেশি সময় পরে অস্ট্রেলিয়ার একটি ম্যাগাজিন ওমেন’স ডে এই চুক্তি ভঙ্গ করে ছবিগুলো প্রকাশ করে দিয়েছে। ম্যাগাজিনটির প্রচ্ছদের ছবি ছাড়াও আরও ১৫টি ছবি প্রকাশ করা হয়েছে এই ম্যাগাজিনটিতে। যেখানে দেখা যাচ্ছে, কেট ও উইলিয়ামস খুবই অল্প পোশাক পরে সমুদ্রের ধারে হাঁটছেন। রাজকীয় এই দম্পতির চুম্বনরত অবস্থার ছবিও আছে এই ম্যাগাজিনটিতে।
তবে এ ঘটনায় তীব্র অসন্তোষ বিরাজ করছে ব্রিটিশ রাজ পরিবারে। উইলিয়ামের কাছের এক সূত্র বলেছেন, ‘এই ঘটনাটাকে তাঁরা ব্যক্তিগত জীবনের ওপর আগ্রাসন হিসেবেই বিবেচনা করছেন। আর ঘটনাটা ঘটেছেও একটা বিশেষ ও একান্ত সময়ে। খুবই জমকালো, প্রচারণামূলক বিবাহ অনুষ্ঠানের পর প্রিন্স উইলিয়াম তাদের হানিমুনটাকে খুবই ব্যক্তিগত ঘটনা বলে বিবেচনা করেছিলেন। এ কারণে তাঁরা গণমাধ্যমকে এই গোপনীয়তা রক্ষার আহ্বান জানিয়েছিলেন।’ তবে ব্রিটিশ রাজ পরিবার এ ঘটনার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করবে কি না, তা এখনো জানা যায়নি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




