হল-মার্ক নিয়ে বুদ্ধিজীবীদের মতামত রাবিশ ও বোগাস: অর্থমন্ত্রী
হল-মার্ক নিয়ে বুদ্ধিজীবী ও ব্যাংকারদের সাম্প্রতিক মতামত ‘রাবিশ ও বোগাস’ বলে মন্তব্য করে আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘ব্যাংকিং খাতে পৃথিবীজুড়ে জালিয়াতি হয়, নানা দুষ্টুমিও হয়। বাংলাদেশেও সেটা হয়েছে। তবে এটা ভয়ংকর কিছু না। যে যা-ই বলুক, বাংলাদেশের ইতিহাসে এটাই সবচেয়ে ভালো সময়।’
আজ শুক্রবার সকালে সিলেট নগরের মদিনা মার্কেট এলাকায় রূপালী ব্যাংকের ৫১৩তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘হল-মার্কের এমডি জেলে রয়েছেন, তাঁর শাস্তি হবেই। এ বিষয়টি নিয়ে বুদ্ধিজীবী ও ব্যাংকাররা হইচই শুরু করেছেন। ওনাদের কাজই হচ্ছে হইচই করা। যাঁরা এই চিত্কার-চেঁচামেচি করছেন, তাঁরা দেশের মঙ্গল চান না।’
সোনালী ব্যাংকে অর্থ আত্মসাতের ক্ষেত্রে বড় ধরনের জালিয়াতি হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘হল-মার্ক একটি দুষ্ট প্রতিষ্ঠান। জালিয়াতির মাধ্যমে ব্যাংকের টাকা আত্মসাত্ করেছে। এ জালিয়াতির বিচার অবশ্যই হবে।’
আবুল মাল আবদুল মুহিত বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘তিনি যা করছেন, দেশের স্বার্থে করছেন না। এটা পুরোপুরি দেশের সঙ্গে শত্রুতা।’ এ ছাড়া খালেদা জিয়া জঙ্গি-সন্ত্রাসী গোষ্ঠী জামায়াত-শিবিরের পৃষ্ঠপোষকতা ও রক্ষাকর্তা হিসেবে দেশে নৈরাজ্য চালাচ্ছেন বলেও অভিযোগ করেন অর্থমন্ত্রী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং ও আর্থিক বিভাগের অতিরিক্ত সচিব অমলেন্দু মুখার্জি, রূপালী ব্যাংকের চেয়ারম্যান আহমদ আল কবির, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ আহমদ প্রমুখ।
এর আগে গত বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী হল-মার্কের এমডি, চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জামিনে বের করে আনার চিন্তা সরকারের রয়েছে বলে মন্তব্য করেছিলেন।
(প্রথম আলো অন লাইন নিউজ)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




