নেটে ঘুরাঘুরি করতে করতে সচলায়তন ব্লগে পেয়ে গেলাম আসাধারন একটি গান। আপনারা হয়ত আগেই শুনেছেন গানটি। বর্তমান সময়ে সংগতি পূর্ণ বিধায় আবারও শেয়ার করলাম গানটি
মূল লিখা, গানটি শুনতে এবং ডাউনলোড করতে পারবেন এখান হতে
বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা
ধার ধার ধার দিও বল্লমে
শক্ত ফলা চাই
তীক্ষ্ণ ফলা চাই
মস্ত সে বরাহ তাকে মারতে মোরা যাই
চুপি চুপি চলো, পা টিপে টিপে, বরাহ সে কান পেতে শোনে
সব শোনে
লম্বা লম্বা কান উঁচিয়ে শোনে
শব্দ যেন ঘাসে অথবা বাতাসে না ছড়ায়
বরাহ সে শোনে
সব শোনে
শুনতে কি সে পায়, বল্লমেরই ঘায়
আসছে ধেয়ে আজকে তারই মৃত্যুমৃত্যুমৃত্যুদূত
বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা
ধার ধার ধার দিও বল্লমে
চুপি চুপি চলো, ঘাসেরই আড়ালে, বরাহ সে চোখ মেলে দ্যাখে
সব দ্যাখে
কুঁতকুঁতে দু'চোখ মেলে সে দ্যাখে
দেখতে পেলে ছায়া বরাহ বেহায়া পালাবে
সে চোখ মেলে দ্যাখে
সব দ্যাখে
দেখতে কি সে পায়, বল্লমেরই ঘায়
আসছে ধেয়ে আজকে তারই মৃত্যুমৃত্যুমৃত্যুদূত
বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা
ধার ধার ধার দিও বল্লমে
মস্ত ধূর্ত হিংস্র ক্ষিপ্র বনবরাহ সে
বন্ধু তুমি বর্শা ধরো দৃপ্ত সাহসে
শিকারীর কথা আগে জানতে যদি পায়
অন্ধকারে বন্ধদ্বারে গর্তে সে লুকায়
জানতে কি সে পায়, বল্লমেরই ঘায়
আসছে ধেয়ে আজকে তারই মৃত্যুমৃত্যুমৃত্যুদূত
বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা
ধার ধার ধার দিও বল্লমে
শক্ত ফলা চাই
তীক্ষ্ণ ফলা চাই
আমাদের ভরসা শুধু আমরা দু'জনাই!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




