আপনি একটা কাজ করতে পারেন। প্রথমে নিজেকে জানেন কারন আপনি যদি আপনাকে জানেন তবে আপনার সন্তানও তাকে জানতে পারবে। যখন সে নিজেকে জানবে তখন তাকে এক প্যাকেট কনডম দিন। আমি জানি আপনি আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকাচ্ছেন এবং আমার সম্পর্কে অনেক খারাপ কথা ভাবছেন। তবুও আপনি তাকে এক প্যাকেট কনডম দিন, ওটার সাথে তাকে অনেক উপদেশ দিন। যদিও আপনার মনে হচ্ছে সে আপনার উপদেশ শুনবে না, তারপরেও তাকে আপনি উপদেশ দিন। বিশ্বাস করুন সে তা গ্রহন করবে।
আপনার সন্তানকে বলুন মেয়েদের সাথে বাইরে যেতে, ঘুরতে। বলুন সে যেন তার বান্ধবিকে আলিঙ্গন করে, তাদের সাথে হাই ফাইভ করে এবং তাদেরকে যেন সে ঘুরতে নিয়ে যায় মজা করার জন্য, ফূর্তি করার জন্য। তাকে বলুন সেক্স করার জন্য বিয়ে করার দরকার নেই এবং সে যদি এটা পছন্দ করে তবে তাকে বলুন সে যেন কনডম ব্যাবহার করে; যেটা আপনি তাকে দিয়েছিলেন। তাকে বলুন যে মেডিসিনের দোকানে কনডমের অনেক ভ্যারিয়েশন পাওয়া যায়, ক্যাশ কাউন্টারের পাশ্বেই। তাকে বলুন কনডম কেনার জন্য তাকে লজ্জা পেলে চলবে না, যদি তার দরকার পডে সে যেন তা কিনে নেয়। কেউ দেখবে না। দেখলেও সে যেন তা না-দেখার ভান করে।
তাকে বলুন সে আপনার সামনে সেক্স নিয়ে কথা বলতে পারে এবং তাতে আপনি লজ্জা পাবেন না বা রাগ করবেন না।
আপনার সন্তানকে বলুন যে পর্নোগ্রাফি দেখা খারাপ কিছু না। তবে তাকে বলুন সে যেন এটা আপনি যখন আছেন তখন না দেখে কারন এটা অভদ্রতা। কিন্তু তার পরও আপনি তাকে বলুন যে এটা খারাপ কিছুই না; যদি সে দুজন প্রাপ্তবয়স্ক লোকের সজ্ঞানে করা যৌনকর্ম দেখতে চায়।
আপনার সন্তানকে বলুন যৌন উত্তেজক গল্প পডতে এবং কিছু মজা নিতে। যদি পারেন তাকে “কামাসুত্রার” একটা কপিও দিতে পারেন। যদিও সে তা বুঝবে না তারপরো তাকে আপনি তা দিন।
তাকে বলুন যে চ্যাটরুমে যে কোন মেয়ের সাথে সে সেক্স চ্যাট করতে পারে। এটা এমনও হতে পারে যে কোনো ছেলে মেয়ে সেজে চ্যাট করছে কিন্তু তারপরও এটা ঠিক আছে।
তাকে বলুন যৌন উদ্দীপক মেসেজ তার মেয়েবন্ধুর সাথে শেয়ার করতে, তবে তাকে বলুন সেটা যাতে সুরুচিপূর্ন হয়। তাকে বলুন ফোন সেক্স করা দোষের কিছু না। যদিও আপনি পাশের রুম থেকে তা শুনতে পাচ্ছেন কিন্তু আপনি ভাব করবেন যে আপনি কিছু শুনেননি এবং প্রমিজ করুন যে আপনি রাগ করবেন না বা লজ্জা পাবেন না।
তাকে বলুন একজন মেয়ের প্রেমে পডতে এবং তার রুপের প্রশংসা করতে। সত্যি করে বলতে কি তাকে বলুন সকল মেয়ের সুন্দরের প্রশংসা করতে। তাকে বোঝান যে একমাত্র আনন্দের উৎস হিসাবে মেয়েরা হচ্ছে পৃথিবীর সেরা।তাদের ছাডা পৃথিবীটা কিছুই না। তাকে বলুন তার পছন্দের মেয়েকে এমনভাবে ভালবাসতে যাতে সে যেন সারাজীবন তা মনে রাখে।
তাকে বলুন সে যেন রিল্যাক্স করে এবং সেক্সকে উপভোগ করে
কিন্তু এসব করার আগে, বলার আগে,
আপনি অবশ্যই তাকে বলবেন ন্যাশনাল জিওগ্র্যাফিকে কি দেখায়? তাকে বলুন যে পুরুষ পশু, মেয়ে পশুর সম্মতি ছাডা সেক্স করে না এবং একজন মেয়েকে তার অনুমতি ছাডা ছোয়া লজ্জাজনক। তাকে বলুন সে যদি কোনো মেয়ের অনুমুতি ছাডা তাকে স্পর্শ করে তবে বাবা হিসাবে সেটা আপনার জন্য চরম অপমানজনক এবং লজ্জাজনক কারন আপনি সেভাবে তাকে বড করেননি। সে যদি তা করে তবে তা হবে তার পুরুষত্বের চরম অপমান।
তাকে বলুন যে বাস্তব জীবনের পর্নোগ্রাফিতে একজন মেয়ের অনুমুতির দরকার পডে এবং একজন মেয়ে যদি এ ব্যাপারে হ্যা করে তবে তা পৃথিবীর সমস্ত যৌন উত্তেজক বইয়ের থেকে বেশী উত্তেজক হবে। কিন্তু তাকে অবশ্যই ওই মেয়ের অনুমতি নিতে হবে।
তাকে বলুন যে একজন মেয়েও একজন মানুষ। তার মতই। সে শুধু একটা পণ্য নয়। তাকে অবশ্যই বোঝাতে হবে যে কোন মেয়ের প্রশংসা করা দোষের কিছু নয় কিন্তু তার অনুমুতি ছাডা তার শরীরে হাত দেয়া, রাস্তার বেওয়ারিশ ককুর থেকে খাবার চুরি করা থেকেও জঘন্য। তার অবশ্যই বোঝা উচিত যে তার একটা পুরুষাঙ্গ আছে বলে সে তার আশে পাশের সমস্ত স্ত্রী-যৌনাঙ্গ ভোগ করার অধিকার দেয়া হয়নি।
তাকে বলুন যে, সমস্ত ভগ্ন হৃদয় ঠিক করা যায় কিন্তু সে ইচ্ছা করলেই কোনো মেয়ের মর্যাদা কোনো কিছুর বিনিময়ে নষ্ট করতে পারবে না।
তাকে বলুন ধর্ষন একটা পাপ যেটার জন্য একজন ছেলেকে অনেক বড মূল্য দিতে হয়। অনেক অনেক বড মূল্য।
এটা একটা অনুবাদ। যারা অরিজিন্যালটা পডতে চানঃ http://thelocalteaparty.com/post/27192073244
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১২ সকাল ১১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




