অনেকেই বলতে দেখলাম, এই সরকারে আমলে হওয়া বড় পাপগুলোকে আগে বিচারে আওতায় আনার ব্যবস্থা করতে বলছেন। এদের মধ্যে আমাদের বাঘা রাজনৈতিক নেতাও রয়েছেন। এটা হয় তারা জেনে বলছে, না হয় না-জেনে বলছে। যদি জেনে বলে তবে বলতে হবে "তুই রাজাকার"।
আর যদি না জেনে বল তবে তাদের বুঝা উচিত এগুলো সরকারের ব্যর্থতা। ৪২ বছর আগের হিসাবটাই আমরা এখনো চুকাতে পারিনি। এখন যদি আমরা এই রাজাকারদের ফাঁসি দিতে না পারি আর কখনো পারবো না। সেটা আমাদের জন্য ভাল হওয়ার কথা নয়। স্বাধীনতা পরবর্তীতে এদেশে অনেক খুন হয়েছে, রাজনৈতিক ছত্রছায়ায় হয়েছে, দুর্নীতি হয়েছে, সরকারীভাবে হয়েছে, ধর্ষণ হয়েছে দলীয় ক্যাডাররা করেছে, দিনে দুপুরে কুপিয়ে আহত করা হয়েছে, ক্ষমতাসীনরা করেছেন, টেন্ডার-বাজী হয়েছে, সরকারী দল করেছে। এই সরকার মানবতা-বিরোধী অপরাধের বিচার শুরু করেছে এজন্যে এদের বিচার আগে করতে হবে বা এই সরকার এখন ক্ষমতায় তাই তাদের বিচার আগে করতে হবে এটা কোন যুক্তি হতে পারে না। আবার এদের অপরাধের বিচার হবে না তা আমি বলছি না। এই জাগ্রত জনতা যখন প্রতিবাদ করেনা তখন যে তারা এগুলো মেনে নেয় তা কিন্তু না। এখন যেটা হচ্ছে সেটা একটা সার্বজনীন আন্দোলন। এখানে আওয়ামীলীগ না, বিএনপি না বা জাতীয় পার্টি না এখানে আন্দোলন হচ্ছে পাপমুক্তির আন্দোলন। আমরা যদি এই অপরাধীদের পাপকে পাশ কেটে যাই তবে আমাদের জন্ম বেজন্মার জন্ম। কারণ এটা অস্বীকার করা মানে আমাদের জন্মকে অস্বীকার করা, অস্তিত্বকে অস্বীকার করা। আমরা আমাদের অস্তিত্ব তো আর অস্বীকার করতে পারি না তাই না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




