অনেকেই সমাজব্যাবস্থার শক্ত টার্মগুলো ধরতে পারেন না। আপনাদের জন্য হাজির করছি এই ‘গরু মারা বিদ্যা’...
আপনি যদি বোঝেন ‘গরু’ কি এবং এই সত্যটা উপলব্ধি করতে পারেন যে এরা ‘দুধ’ দেয় (যাকিনা আমরা পান করি)... তাহলে কোনপ্রকার চিন্তা ছাড়া পড়ে যান... আপনি যতই কম বুদ্ধিওয়ালা হোন না কেন... বুঝতে কোন অসুবিধাই হবে না।
Feudalism (সামন্ততন্ত্র) – আপনার দুইটি গরু আছে; আপনার জমিদার কিছু দুধ খাজনা নেয়।
Pure Socialism (বিশুদ্ধ সমাজতন্ত্র) - আপনার দুইটি গরু আছে; সরকার সেগুলো নিয়ে নেয়; অন্য সব গরুর সাথে সরকারী খামারে রাখে; সবগুলো গরুকেই আপনি দেখাশোনা করেন; সরকার আপনাকে আপনার প্রয়োজনমত দুধ দেয়।
Bureaucratic Socialism (আমলাতান্ত্রিক সমাজতন্ত্র) - আপনার দুইটি গরু আছে; সরকার সেগুলো নিয়ে নেয়; অন্য সব গরুর সাথে সরকারী খামারে রাখে; গরুগুলোকে প্রাক্তন মুরগি চাষিরা দেখাশোনা করে; আপনাকে পাঠায় সরকারী মুরগির খামারে; সরকার আপনাকে ডিম ও দুধ দেয়, যতটুকু ‘তারা’ মনে করে আপনার প্রয়োজন।
Fascism (ফ্যাসিবাদ) - আপনার দুইটি গরু আছে; সরকার সেগুলো নিয়ে নেয়; আপনাকে বেতন দেয় তাদের দেখাশোনার জন্য; তারপর সেই দুধ বিক্রি করে আপনার কাছে।
Pure Communism (বিশুদ্ধ সাম্যবাদ) - দুইটি গরু আছে; আপনি ও প্রতিবেশীরা সেগুলোর দেখভাল করেন; সবাই দুধ ভাগ করে নেয়।
Russian Communism (রুশ সাম্যবাদ) - আপনার দুইটি গরু আছে; আপনি তাদের দেখভাল করেন; কিন্তু সরকার সব দুধ নিয়ে যায়।
Cambodian Communism (কম্বোডীয় সাম্যবাদ) - আপনার দুইটি গরু আছে; সরকার সেগুলো নিয়ে নেয়; তারপর আপনাকে গুলি করে মেরে ফেলে।
Korean Communism (কোরীয় সাম্যবাদ) – আপনার দুইটি গরু আছে; আপনি সেগুলো স্বেচ্ছায় মহান সর্বাধিনায়ক এর নামে দান করেন; কারণ আপনি বিশ্বাস করেন সে ঈশ্বর-পুত্র; আপনার বা আপনার গরুর কিসে ভালো হবে তা সেই জানে।
Dictatorship (স্বৈরতন্ত্র) - আপনার দুইটি গরু আছে; সরকার সেগুলো নিয়ে নেয়; তারপর আপনাকে মিলিটারিতে ঢুকিয়ে দেয়।
Pure Democracy (বিশুদ্ধ গণতন্ত্র) - আপনার দুইটি গরু আছে; আপনার প্রতিবেশীরা ঠিক করবে কে কতটুকু দুধ পাবে।
Representative Democracy (প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র) - আপনার দুইটি গরু আছে; আপনার প্রতিবেশীরা একজনকে নির্বাচিত করে যে ঠিক করবে কে কতটুকু দুধ পাবে।
Libertarian/Anarcho-capitalism (উদারবাদী/নৈরাজ্য-পুঁজিবাদ/মুক্তবাজার) -আপনার দুইটি গরু আছে; একটা গরু বিক্রি করে দিলেন; তারপর একটা ষাঁড় কিনলেন।
Pure Anarchy (বিশুদ্ধ নৈরাজ্য) - আপনার দুইটি গরু আছে; আপনি যা খুশি দামে দুধ বিক্রি করেন; দুধের দাম মনমতো না হলে প্রতিবেশীরা আপনাকে মেরে আপনার গরু নিয়ে চলে যায়।
Bureaucracy (আমলাতন্ত্র) - আপনার দুইটি গরু আছে; প্রথমে সরকার নিয়ম করে আপনি তাদেরকে কি কি খাওয়াতে পারবেন এবং কখন দুধ দোয়াতে পারবেন; তারপর আপনাকে টাকা দেয় দুধ না দোয়ানোর জন্য; সরকার গরুগুলো নিয়ে যায়; একটা গরুকে গুলি করে মারে; অন্যটার দুধ দোয়ায়; তারপর সেই দুধ ড্রেনে ঢেলে দেয়; তারপর আপনাকে ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় নিখোঁজ গরুর দায় এড়াতে।
Surrealism (পরাবাস্তববাদ) - আপনার দুইটি জিরাফ আছে; সরকার নিয়ম করে যে আপনাকে বাঁশি বাজানো শিখতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




