আজ কে পহেলা রোযা । রমযান আমাদের ত্যাগ ও সংযম শিক্ষা দেয় । এ মাসে আমরা রোযা রাখার মাধ্যমে দিনের বেলায় সকল প্রকার খাদ্য ও পানীয় গ্রহন থেকে বিরত থাকার শিক্ষা পাই ।
এত দিন এটাই জানতাম । এখন বাংলাদেশে থাকতে হলে আরো যে যে বিষয়ে সংযম ধারন করতে হবে তা হলঃ-
১। গরমে ঘামে ভিজে গিয়েও মুখে হাসি ধরে রাখার মত সংযম অর্জন করতে হবে ।
২। রাতে বিদ্যুত চলে গেলেও আলোর জন্য চেচামেচি করা যাবে না । প্রয়োজনে রাতে দেখার জন্য বিড়ালে কাছে প্রশিক্ষন নিতে হবে ।
৩। গ্যাস না থাকলে রাতেও রোযার নিয়ত করে শুয়ে পড়তে হবে ।
৪। পানি না থাকলে অথবা পানি ব্যাবহার উপযোগি না হলে বিনা দ্বিধায় ব্যাঙ্গের খোজে পাশ্ববর্তি ডোবা নালায় নামতে হবে এবং ব্যাঙ্গের বিয়ে দিয়ে মেঘের দিকে তাকিয়ে থাকতে হবে ।
৫। টয়লেটে কার্য সামাধা হবার পর যদি দেখা যায় যে পানি নাই তখন সেখানে পানি না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কোন ক্রমেই ঐ অবস্থায় বের হয়ে অন্যদের ভয় দেখানো যাবে না । এটা অন্য যে কোন সংযমের চেয়ে বড় সংযম ।
৬। ৫ নং -এ বর্নিত সমস্যায় কেউ যদি আটকা পড়ে আর আপনার নিন্ম চাপে আসে তখন ধ্যৈর্য ধারন করতে হবে । তবে পরিবেশ নষ্ট করা যাবে না । এটাই সবচেয়ে বড় সংযম ।
আর এই সংযমের অভ্যাস আজীবন ধারন করতে হবে ।
এর পর ও যদি আপনি ধ্যৈর্য ধারন না করতে পেরে প্রতিবাদ করেন আর নাগরিক হিসাবে বোকার মত অধিকারের মত অলিক জিনিসের জন্য রাস্তায় নামেন , তাহলে সাহারা খাতুনের হাত থেকে আপনাকে আমি আর বাঁচাতে পারলাম না ।
সরি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




