বি ডি আর হত্যাকান্ডে যারা মারা গেলো তাদের স্ত্রী ও সন্তানদের জন্য সেনাবাহিনী , সরকার ও বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান থেকে অনেক রকমের আর্থিক সহযোগিতা করা হয়েছে । এটা খুবই প্রসংশনীয় ।
কিন্তু নিহতদের স্ত্রী-সন্তান ই যে শুধু মাত্র ক্ষতিগ্রস্থ হয়েছে তা নয় তাদের বাবা-মা ও সমান ক্ষতিগ্রস্থ হয়েছে ।
যারা মারা গেছে তারা সবাই সেনা অফিসার । এদের অনেকেই মধ্যবিত্ত ও নিন্মমধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছে ।তাদের মধ্যে আবার অনেকেই ক্যাডেট কলেজ থেকে পাশ করা । একটি মধ্যবিত্ত পরিবারের একটি সন্তান কে ক্যাডেট কলেজে পড়ানো যে কতটা কষ্টকর তা যারা পড়ান বা যাদের এ রকম আত্মায়-স্বজন কেউ পড়ে তারাই ভাল জানবে । তার উপর যদি সেই ক্যাডেটের বাবা যদি সৎ হন তাহলে তো তার আয়ের একটি বিশাল অংশ খরচ হয়ে যায় ছেলের পড়া-শুনার পেছনে । অর যারা ক্যাডেট কলেজ থেকে আসে না, তাদের পরীক্ষায় উত্তির্ন হবার মত যোগ্যতায় আনতে ও বাবা-মা কে কম কষ্ট করতে হয়নি। যে বাবা-মা এত ত্যাগ তিতিক্ষা সহ্য করে সন্তান কে মানুষ করে, তার একটিই চিন্তা থাকে যে, আমাদের শেষ জীবনে আমাদের ছেলেই আমাদের দেখবে । সেই ছেলে যখন এই রকম ভাবে মারা যায় তখন সেই বাবা-মা কেমন কষ্ট পান ? তাদের এত দিনের সপ্ন, তাদের সন্তান , তাদের ভবিষ্যৎ সব কিছু এক লমহায় শেষ হয়ে যায় ।
নিহতদের স্ত্রী-সন্তানদের জীবন যাপন স্বাভাবিক ও সুন্দর করার জন্য অনেক কিছু ই দেয়া হল । কিন্তু যে বাবা-মা জাতিকে এমন সন্তান উপহার দিল তাদের শেষ জীবনের শেষ কটি দিন অর্থনৈতিক ভাবে শান্তিতে কাটানোর জন্য এই জাতি কি দিল ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




