আমরা সবাই পুতুল হয়ে গেছি । আমাদের কে মিডিয়া যেভাবে বুঝায় , আমরা সেভাবে ই বুঝি । আবার সেই বুঝ নিয়ে যখন ব্লগে কিংবা সামনা-সামনি কারো সাথে তর্ক করি তখন এমন ভাব ধরি যেন - আমাদের চেয়ে কেউ বেশি জানে না ।
মিডিয়ায় আমাদের মা-বোনদের অর্ধনগ্ন তসবির সারাদিন ধরে দেখাচ্ছে । আমরা তা পুরো পরিবার নিয়ে উপভোগ ও করছি । ভাবছি - দেশ আধুনিক হচ্ছে । অর্থনীতি , জীবনমান ওয়েস্টার্ন দের পর্যায়ে না পৌছালেও মেয়েদের কাপড় খোলার ক্ষেত্রে তো আমরা তাদের অনেক কাছাকাছি যেতে পেরেছি ।
ঘরের মেয়ে রা যখন সেই রকম খলামেলা জামা কাপড় পরতে চায় । আ্মরা খুশি হই । ভাবি - যাক দেশ এর সাথে সাথে ঘর ও আধুনিক হচ্ছে । এর মধ্যে কোন মেয়ে যদি নিজেকে ঢেকে রাখতে চায় । আমরা তাকে জোর করে উন্মুক্ত করে ভাবি -তাকেও আধুনিক করলাম । তারপরও যে মেয়ে রা শুনে না , তাদের কে বাধ্য করার জন্য সংসদে আইন পাশ করি ।
সেই আধুনিক মেয়েদের কে যখন কোন আধুনিক ছেলে টিজ করে , পরিবারের লোকজন বিরক্ত হলেও অন্যরা ভাবে - সমাজ আধুনিক হচ্ছে । অতিরিক্ত টিজিং এর কারণে কোন মেয়ে যদি ক্ষতিগ্রস্থ হয় কিংবা মারা যায় , তখন সেই মিডিয়া ই তা ফলাও করে প্রচার করে তা্দের ব্যাবসা করা যাচ্ছে । আমরা তখন লেগে যাই কার দোষ , কেন হলো , কিভাবে হলো ইত্যাদি ইত্যাদি । কেউ একবার ও চিন্তা করি না আসলেই কে এগুলার জন্য দায়ী
ঘোরোয়া ভাবে টিভি দেখা যায় না , বাচচাদের আর বড়দের কাছে লজ্জায় পড়তে হয়। রাস্তায় "এইডস" প্রধিরোধের নামে বিশাল বড় বড় বিজ্ঞাপনে "নিরাপদ যৌণ মিলন" আর "কনডমের ব্যাবহার বিধি ও প্রজোনীয়তা" এর বর্ননা এমন ভাবে প্রচার করা হচ্ছে, যেন বাংলাদেশের সবাই অসামাজিক যৌনাচারে লিপ্ত । কেউ কি একবার ও ভেবেছেন - কিভাবে মানুষ অবৈধ যৌনাচারে লিপ্ত হচ্ছে ?
আমাদের মিডিয়া রাতদিন ভালভাসার মহত্ত বর্ননা করে চলছে । আর সেই ভালবাসা শুরু হয় নায়ক-নায়িকার ঠোটে আর শেষ হয় বিছানার ক্লান্তিতে । এরপরের ডায়ালগ হলঃ " আপনার নাম টা তো জানা হল না " ।
আমাদের নতুন প্রজন্ম কি শিখছে ? আমারা তা্দের কি শিখাচ্ছি ? তারা যখন চিন্তার বাইরের কোন অপরাধ করে বসে । আমরা অবাক হই । কিন্তু তখন আর আমাদের কিছু করার থাকে না ।
আর যারা এইসব দেখবেন তারা নিজেদের আখের গোছানো নিয়েই ব্যাস্ত । আর কত চুপ করে থাকব ? আমাদের কিছু করা দরকার । নয়ত আমাদের ভবিষ্যত যেখানে গিয়ে ঠেকবে তার জন্য আমরাই দায়ী থাকবো ।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




