
পরপর দুই ম্যাচে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন তথা এশিয়াকাপ চ্যাম্পিয়নদের পরাজিত করে বাংলাদেশ প্রথমবারের মত পৌছে গেল এশিয়া কাপ ফাইনালে। ৫ বারের এশিয়াকাপ চ্যাম্পিয়ন শ্রীলংকা এবার তাদের কোন ম্যাচেই কোন লংকা কান্ড ঘটাতে পারেনি। পরপর তিনটি ম্যাচে হেরে তারা এখন বাড়ির পথে। না জানি শ্রীলংকান ক্রিকেট প্রেমিকরা কি দিয়ে তাদের সম্মান জানাবেন! আর বেচারা ভারত গত ১৮ তারিখের ম্যাচে পাকিস্থানের রানের পাহাড় টপকে জয় পেয়েও প্যাভিলিয়নের ফিরে যাচ্ছে। কোহেলির দূদান্ত ব্যাটিং আর শচীনের চেঞ্চুরি কোনটিই এবার আলোর মুখ দেখলোনা। বাংলাদেশ দলের সমান পয়েন্ট পেয়েও তারা হেড টু হেড এর হিসাব নিকাশের বেড়াজালে বন্দি এবং অসহায়। বাংলাদেশের টাইগাররা তাদের সবটুকু উজাড় করে দিয়েছে এই ম্যাচে, তার পুরুষ্কার হিসেবে সমগ্র বাংগালী জাতি আজ এই অবিশ্বাস্য জয়ের ভাগিদার হলো। এই জয়ের ধারাবাহিকতা অব্যাহত থাকলে বাংলাদেশ প্রথমবারের মত এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে পারবে তাতে কোন সন্দেহ নাই। বাংলাদেশের কোটি কোটি দর্শক আজ বাংলাদেশ দলের সোনার ছেলেদের দিকে তাকিয়ে আছে। আর ১৯৭১ সালের যে মার্চ মাসে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল এবং পাকিস্থানীদের দাতভাঙ্গা জবাবদিয়ে এদেশের গর্বিত বীর বাংগালীরা বিজয় ছিনিয়ে এনেছিল। আজ স্বাধীনতার ৪১ তম বছরে সেই স্বাধীনতার মাসেই আরো একবার পাকিস্থানীদের পরাজিত করলে মন্দ হয় না। তাই কোটি কোটি বাংগালীর প্রাণের দাবী "৭১ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার"! যে হাতিয়ার কোন অস্ত্র বা কামান হবে না, এই হাতিয়ার হবে ব্যাট বলের। বাংলাদেশের টাইগাররা ব্যাটে বলে গর্জে উঠলেই পাকিস্থানীদের আবারো এই বাংলার মাটিতে পরাজিত করার স্বাদ পাবে বলে জাতি বিশ্বাস করে। সাবাস বাংলাদেশ! যাও এগিয়ে...তোমাদের জয় সুনিশ্চিত-ইনসাল্লাহ! তোমরা এই মা, মাটি আর দেশকে ভালবেসে বরাবরের মত নিজেদের বিলিয়ে দিবে কোটি কোটি ক্রিকেট ভক্ত বাংগালীর মাঝে। আমাদের সকলের দোয়া আর ভালবাসা তোমাদের জয় ছিনিয়ে আনতে সাহায্য করবে। তোমারা একা নও, ১৬ কোটি বাংগালি আজ তোমাদের সাথে!!
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১২ সকাল ১১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




