হুশিয়ার !!! সাবধান!!! চেয়ারম্যানি এলান !!!
এতদ্বারা সামুর সকল ব্লগার ভাই,বোন,খালা,খালু,চাচা,চাচি,মামা,মামি,ফুফা,ফুফি,নানা,নানী,দাদা,দাদি,জোয়ান,বুইড়া আন্ডা বাইচ্চাগো অবগতির লাইগ্যা জানানো যাইতেছে যে ,গতকাল রোজ শুক্রবার,তারিখ ২০-০১-২০১২, সন্ধার ওয়াক্তে আমার পিতামাতার একমাত্র কইন্যা ,আমার একমাত্র বইন ব্লগার শাহনাজ পারভীন মুক্তা এর সাথে ব্লগার মনির জামান এর শুভ আকদ অনুষ্ঠিত হইয়াছে।
সো এখন থাইকা আমি iso সার্টিফায়েড শালা হয়া গেলাম।সবাই কন সোবাহানআল্লাহ।পেপু পেপু
সমস্যা হইলো দুলাভাই এর লগে কথা কইতে বেফুক লইজ্জা পাইতাছি।যদিও হেয় হুনছি বিরাট সাদা সিধা মানুষ ( আমার বইনে কইছে
ভাবতাসি অহন থাইকা শালা,বইন,দুলাভাই মিইল্যা চিনডিকেট বানাইয়া নিজেরা লেইখা নিজেরা কমেন্টাইয়া হিট কামামু
তবে যারা দাওয়াত পান নাই বইল্লা আমার ১৪ গোষ্টি উ্দ্ধার করবেন ভাবতাছেন হেগো কই আমিও কইলাম আফনেগো দলে।কারন বৈদেশ থাকনের কারনে গতোকাইলের প্রোগ্রাম আমিও মিসাইছি
তয় জনাব যাওনের আগে একখান সুখবর দিয়া যাই।আসল অনুষ্ঠান আর খাওনদাওন কইলাম এপ্রিলে আমি দেশে গেলে ( নিজের ব্যাপক ভাবের ইমো হবে) সো অহন থাইকা আমার এই পোস্টে ধুমাইয়া কমেন্টস আর লাইক কইরা আফনের ও আফনের পরিবারের দাওয়াতের কার্ড পাকাপোক্ত করেন।
আর সবার কাছে অনুরোধ প্লিজ প্লিজ প্লিজ আমার একমাত্র আদরের বোনটার জন্য দোয়া করবেন,সে যেন সুখি হয়।পৃথিবীর কোন কষ্টই যেনো তাদের কে না ছোয়।আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুক।ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




