পশম আল্লার কুদরত। তাই আশরাফুল মাখলুকাতকে তিনি একটি পশম বেশি দিয়ে সম্মানিত করেছেন। তার আশরাফুল মাখলুকাতের মধ্যে আবার আরো কিছু অতি আশরাফ আছে, যারা আল্লার আরো বেশি পেয়ারের। তাদেরকে তিনি বালেছালে মুখমন্ডল মায় চক্ষু অবধি আবৃত করিয়া দিয়াছেন।
ছবি হইতে উদ্ভূত হয়, জনাবে ফজলে এলাহি তেমন একজন। অনেকে অবশ্য তাকে তার কার্যকলাপের জন্য উটু ফজু ডাকে; কিন্তু তাদের কথা আলাদা। তাহারা নিন্দুক।
কিন্তু কথা হইল গিয়া, এই জনাব অতি-আশরাফুল মাখলুকাত অবাক নামক একজন ব্লগারকে 'জানোয়ার' আখ্যা দিয়াছেন। তিনি কি তাহার সৃষ্টিকর্তা কর্তৃক জানিয়াছেন যে, অবাক আসলে একটি জানোয়ার, মনুষ্য নয়। নাকি, নিন্দুকদের কথাই সত্য। তিনি সত্যই উটু। আরব বর্বরদের ঠাপ খাইতে খাইতে এখন তাহার মানুষদেরকেই জানোয়ার মনে হয়?
প্রসংগত উল্লেখ্য, বাকি বিল্লাহ নামী একজন রেগুলার ব্লগার সম্পর্কে তিনি একদা ছিমিলার মন্তব্য করিয়াছিলেন।
নুটিসবোড নামধারী অপদার্থ আকামের ঢেকিটিকে কিছু বলিয়া লাভ নাই। পরম করুনাময়ই আমাদের সাধারন ব্লগারদের শেষ ভরসা। তিনি তাহার উটুটিকে শীঘ্র আস্তাবলে ফিরাইয়া লউন। ইহাতে শুধু আশরাফুল মাখলুকাত নহে, সমস্ত মাখলুকাতই হাফ ছাড়িয়া বাঁচিবে। ছাগুটিকে লইয়াই সবাই ব্যস্ত। ইহার মধ্যে অর্ধোন্মাদ উটুটিকে ঠাপাইতে মনুষ্যজাতি তেমন 'নীহা' প্রকাশ করিতেছে না।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০০৭ সন্ধ্যা ৭:৩৬