সত্য যখন মুখোমুখি বসে আমায় বলল,
এবার সত্যি কথা বল,
আমি তখন তলিয়ে আছি তাকে কি বলব তা গুছিয়ে নিতে।
একটু পরে আমতা আমতা করে বললাম,
আসলে এই কথাটাই সত্যি,
আমার ভাসা ভাসা চোখের দিকে চেয়ে
সত্য বলল,
তোমার চোখে মিথ্যার আনাগোনা।
মিথ্যাটাকে আরও একটু ঘুরিয়ে
বললাম, আগেরটা নয় এটাই ঠিক ঠিক
সত্য বলল, আগের চেয়েও এটা বড় মিথ্যা।
সত্যের চেয়ে মিথ্যা বড় হয়, যখন তাকে
সঠিক প্রয়োজনে ব্যবহার করি তাই না?
সত্যি বলল, সেটা মিথ্যা ঢাকার ছল, নিজের কাছে
জবাবদিহি একটা।
তুমিই তবে জান সঠিক সত্যিটাকে
আশে পাশে কেউ নেই দেখে এবার আসল সত্যি কথা
তার কাছে সব বলে কপালে জমা ঘামের বিন্দু মুছে
তার পানে তাকাতে সে বলে,
যদিও তোমার সত্য আমি, কিন্তু কে জানে
তোমার মনের আসল কথা জানার ক্ষমতা আজ
আমারও গেছে চলে।
রাজ
১৯শে মে, ২০০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




