
আজকে, বর্তমান বিশ্বের সেরা বিজ্ঞানী ষ্টিফেন হকিং মৃত্যুবরণ করেছেন (জানু-১৯৪২-মার্চ-২০১৮); তিনি ৭৬ বছর বেঁচেছিলেন। তিনি ২২ বছর বয়সে মটর নিউরণ রোগে অসুস্হ হন; এই রোগ ক্রমেই উনার পুরো শরীর অবশ করে ফেলে; তিনি কম্প্যুটার সিনথেসাইজারের সাহায্যে কথা বলতেন। উনার রোগ ধরা পড়ার পর, ডাক্তারেরা ভেবেছিলেন যে, তিনি সামান্য সময় বেঁচে থাকবেন।
তাঁর বেঁচে থাকার প্রচেষ্টা ও বিশ্বকে জানার স্পৃহা তাঁকে মোটামুটি দীর্ঘ জীবন দিয়েছে; তিনি সময়টুকু খুবই পরিকল্পিতভাবে কাজে লাগায়েছেন।
তিনি থিওরিটিক্যাল ফিজিক্স ও কসমোলোজীতে গবেষণা করেছেন, এবং আমৃত্যু এই ২ বিষয়ের উপর মানুষের ধারণাকে প্রসারিত করেছেন। এছাড়াও তিনি থিওরী অব রিলটিবিলিটি ও ব্ল্যাক-হোলের রেডিয়েশন নিয়ে লিখেছেন।
১৯৬৬ সালে ষ্টিফেন এপ্লাইড মেথামেটিকস ও থিওরিটিক্যাল ফিজিক্সে গবেষণা করে পিএইচডি লাভ করেন। তিনি মৃত্যুর সময় অবধি কেমব্রীজ ইউনিভার্সিটির এপ্লাইড মেথামেটিকস ও থিওরিটিক্যাল ফিজিক্স গবেষণাগারের ডিরেক্টর ছিলেন।
১৯৭০ সালে তিনি কোয়ানটাম থিওরী ও রিলেটিবিলিটিকে ব্যবহার করে ব্ল্যাক-হোলের রেডিয়েশন সম্পরকে ধারণা দেন বিশ্বকে। ১৯৭৩ সালে তিনি থিওরিটিক্যাল ফিজিক্স ও এপ্লাইড মেথামেটিকস'এর শিক্ষক হিসেবে কেমব্রীজে যোগদান করেন।
১৯৮৮ সালে "এ ব্রীফ হিসটোরি অব টাইম" নামে কসমোলোজী ও ব্ল্যাক-হোল গবেষণার উপর বই প্রকাশ করেন। ২০০১ সালে তিনি ইউনিভার্স ইন এ নাটশেল নামে আরেকটি পুস্তিকা লিখেন; উনার বইয়ের সংখ্যা ১০টি যথাসম্ভব।
২০১০ সালে, উনার সবচেয়ে জনপ্রিয় বই "দি গ্রান্ড ডিজাইন" প্রকাশিত হয়েছিল। তিনি বিশ্বাস করতেন, যে মহাবিশ্বে আমাদের মত বা তার চেয়ে উন্নত সভ্যতা থাকার সম্ভাবনা আছে।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৮ ভোর ৫:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




