
মুক্তিযুদ্ধে ৩০ লাখ বাংগালী শহীদ হয়েছেন; এটা আপনার বা আমার কথা নয়, এটা শেখ সাহেবের কথা, তখন তিনি বাংগালীদের নেতা; পাকীরা সংখ্যাটাকে ৩ লাখের কম বলেছে; কারণ, তারা তাদের অপরাধকে হালকা করার চেষ্টা করেছে; আমেরিকা তখন পাকীদের পক্ষে ছিলো, ওরা বলেছে ১০ লাখের কম; আমেরিকা যা বলে বিবিসিও তা বলে; জামাতীরা এখন এই ব্যাপারে মুখ খোলে না, লো-প্রোফাইলে আছে; জামাতীরা বেগম জিয়ার সাথে ক্ষমতায় থাকার সময় পাকীদের ভাষায় বলেছে, ৩ লাখের কম। আপনি কোনটার উপর আস্হা রেখেছেন? আমি নিজে ১৯৭০ সালের জেনারেশনের লোক, আমি শেখ সাহেবের কথায় আস্হা রেখেছি; আমি হাড্ডি গুড্ডি গুণে দেখেনি; আপনি গুণতে চাইলে অসুবিধা নেই, গুণে দেখেন!
ইহুদীদের হিসেবে, ২য় বিশ্বযুদ্ধে ৬ মিলিয়ন ইহুদী প্রাণ হরায়েছেন; আপনার হিসেবে কতজন? ইহুদীরা আপনার হিসেব নিয়ে মাথা ঘামান? ওদের হিসেব ওরা ঠিক রেখেছে ও ক্ষতিপুরণ আজও নিচ্ছে! রুয়ান্ডায় কতজন নিহত হয়েছে? ইরাকে কত মিলিয়ন; এটা নিয়ে আপনি বিতর্কে গিয়েছেন? যাননি! গবেষণা টবেষণা করছেন? করেননি। শুধু বাংলাদেশের ৩০ লাখ নিয়ে বিতর্কে যেতে মন চায়, উহাকে কমানোর জন্য গবেষক হতে মন চায়? ভালো, তা গবেষণা করুন!
মুক্তিযুদ্ধে ৩০ লাখ বাংগালী শহীদ হয়েছেন, ৩ লাখ নারী নির্যাতীত হয়েছেন! আপনার গবেষনার ফল যদি এই সংখ্যার সাথে না মিলে, ঐ ফল আপনি খেয়ে ফেলুন, বাংগালীরা উহা খাবেন না।
শেখ সাহেব যদি শহীদদের মাথাপিছু ৫০,০০০ টাকা দিতেন ১৫ হাজার কোটী টাকা দেয়া লাগতো; ৩ কিস্তিতে টাকাগুলো দিলে, প্রথম বছর ৫ হাজার কোটী টাকা লাগতো, এটা কিছুই না; কিন্তু পরিবারগুলো মাথা গুজাবার স্হান পেতো। শেখ সাহেব জাতির টাকাটা জাতির ভয়ংকর ক্ষতিগ্রস্তদের দেননি; ইহা ছিল উনার ভয়ংকর ভয়ংকর ভুল।
শহীদদের পরিবারকে ক্ষতিপুরণ দিলে, "যুদ্ধে সবার অংশ গ্রহন হতো" থিওরিটিক্যালী, এবং সেটা হওয়ার দরকার ছিলো; যাঁরা পরিবারের সদস্য হারায়েছেন, ঘরবাড়ী, ব্যবসা হারায়েছন, তাঁরা স্বাধীনতার মুল্য দিয়েছেন; বাকী যাদের বেলায় সৌভাগ্যক্রমে এসব ঘটেনি, তারা তো স্বাধীনতার জন্য প্রথম গ্রুপের মতো মুল্য দেননি! তাই আজকে অনেকেই মুক্তিযুদ্ধের মুল্য বুঝেন না।
২ দিন পরপর, ব্লগে পোষ্ট আসে, কোন এক ভারতীয় দাবি করেছে যে, ১৯৭১ সালে 'ভারত-পাকিস্তান' যুদ্ধ হয়েছে; আমাদের মুক্তিযুদ্ধ কোথায়? এসব লেখকদের মাথা খারাপ হয়ে যায়, মুক্তিযুদ্ধ খুঁজে পায় না; খাওয়া দাওয়া বন্দ্ধ হয়ে যায়; পোষ্ট লিখতেই থাকে!
১৯৭১ সালে, যেই ১ লাখ ২০ হাজার যুদ্ধ করেছিলেন, ও যেই ৬ কোটী স্বাধীনতার সংগ্রাম করেছিলেন, যোদ্ধাদের সাথে ছিলেন, তাঁদের হৃদয়ে আছে মুক্তিযুদ্ধ, উহা কোথায়ও হারায় না। দেড় কোটী বাংগালী চেয়েছিল, পাকিস্তান থাকুক; উহাদের চানা-পোনাদের সংখ্যা এখন অনেক! ভারতীয়রা আমাদের সাহায্য করেছে, সেজন্য পাকিস্তানী মিলিটারী সরকার ভারতের বিপক্ষেও যুদ্ধ করেছে; ভারত পাকীদের দ্বারা আক্রান্ত হয়ে প্রতিরোধ যুদ্ধ করেছে; সেটা ওদের "পাক-ভারত" যুদ্ধ; আমাদের যুদ্ধ আমরা করেছি, আমাদেরটা মুক্তিযুদ্ধ। আপনি গবেষণা করেন, টবেষণা করেন, মুক্তিযুদ্ধ যদি আপনার গবেষণায় দেখা না দেয়, আপনার গবেষণা আপনি খেয়ে ফেলুন, আপনার ব্রাদারদের সাথে শেয়ার করুন; ঐ গবেষণা টবেষণা আমাদের দরকার নেই!
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



