
২০ বছরের আফগান যুদ্ধের অবসান হয়েছে, আমেরিকা লাভবান হয়েছে; এখন আমেরিকা কোনভাবে আফগানিস্তানে টাকা ও প্রাণ ব্যয় করার মতো অবস্হানে নেই; আমেরিকার আভ্যন্তরীণ সমস্যা প্রকট আকার ধারণ করেছে। আমেরিকা আফগানিস্তানে ২০ বছরে ২ ট্রিলিয়ন ডলার খরচ করেছে; কিন্তু নিজদেশে ইনফ্রাষ্টাকচার মেরামত করার জন্য টাকা পচ্ছে না; বাইডেন ইনফ্রাষ্টাকচার ঠিক করার জন্য ৬ ট্রিলিয়ন চেয়ে একটা বিল এনেছিলো, ৭ মাস কংগ্রেসের সাথে যু্দ্ধ করে ১ ট্রিলিয়ন পেয়েছে। আমেরিকার সবাই উইথড্র চেয়ে আসছিলো, কিন্তু কেহ এভাবে "ডেডলাইন" দিয়ে উইথড্র পছন্দ করেনি, সবাই বাইডেনের উপর দোষ চাপাচ্ছে।
বাইডেন আজকে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবে; কিন্তু আমেরিকানরা ইতিমধ্যেই বাইডেন ও তার টিমের উইথড্র পদ্ধতি পছন্দ করেনি; আফগানিস্তানে এখনো কিছু আমেরিকান নাগরিক রয়ে গেছে; মানুষ এটাকে বড় সমস্যা হিসেবে দেখছে। আমেরিকা অকারণে তাড়াহুড়া করে নিজেদের দেয়া "ডেডলাইন" কার্যকরী করেছে; কিন্তু জাতি জানতে চাচ্ছে, ডেডলাইনের দরকার কি ছিলো?
রিপাবলিকনরা বলছে যে, তাড়াহুড়া করতে গিয়ে, আমেরিকা সামরিক সরন্জাম রেখে এসেছে আফগানিস্তানে, যেগুলো তালেবান ও বিবিধ জংগী গ্রুপের হাতে চলে গেছে; অকারণ তাড়াহুড়ো করাতে এসব সামরিক সরন্জাম ফিরায়ে আনা সম্ভব হয়নি; কমপক্ষে সেগুলোকে ধ্বংস করে দেয়ার দরকার ছিলো।
উইতঃড্র'এর শেষভাগে ১৪ জন সৈনিকের মৃত্যু ও প্রায় ২০০ আফগানের মৃত্যুর জন্যও বাইডেনকে দায়ী করা হচ্ছে। গতকাল, এসব মৃত সৈনিকদের পরিবার বাইডেনের সাথে দেখা করেছিলো; এরা সামনাসামনি বাইডেনকে দায়ী করে কটু কথা বলেছে। আমেরিকা গত ২০ বছর এই দিনের জন্য অপেক্ষা করছিলো; কিন্তু বাইডেন ইহাকে সঠিভাবে করতে পারেনি, এটা সঠিক; বাইডেনকে এই বদনাম সইতে হবে দীর্ঘ সময় ধরে; এবং আগামী ভোটে ইহা বড় ধরণের ইস্যু হবে।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


