
শেখ সাহেব উনার সময়ের প্রবীন, সমসাময়িক, নবীনসহ, সব ধরণের রাজনীতিবিদদের খুবই সন্মান করতেন; মওলানাকে রাস্তাঘাটে পা'ধরে সালাম করতেন; সিআইএ সেই শেখ সাহেবকে হত্যা করার পর, সেইসব রাজনীতিবিদদের বড় অংশ উনার বদনাম করেছে, ফেরাউন বলেছে, সন্মান করে একটি গায়েবী জানাজাও করেনি। ইহা কি ব্যতিক্রম ছিলো?
শেখ সাহেব মনের থেকে যাদের সন্মান করতেন, শেখ সাহেব জীবিত থাকার সময় এরা উনাকে দরকারের চেয়েও বেশী সন্মান দেখাতেন, তাদের মাঝে অনেকেই 'লোক দেখানো সন্মান' করতেন শেখকে; আসলে, তারা শেখের রাজনীতি, ধারণা, চিন্তাভাবনা পছন্দ করতেন না; কিন্তু কৃত্রিম সন্মান দেখাতেন।
নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটির নির্বাচন হবে আগামী ১৪ই নভেম্বর; উহাতে অংশ নিচ্ছেন মোটামুটি অসাধু এক ব্যসায়ী; গত সোমবার রাতে ব্রুকলীনের এক বাংগালী রেষ্টুরেন্টে তিনি এলাকার কিছু তথাকঠিত সোস্যাল-ওয়ার্কারদের জড়ো করেছিলেন (ইহাকে মিটিং বলা হয়! ); বাংগালীরা এসব ব্যাপারে একত্রিত হলে, প্রায় সবাই বক্তব্য রাখেন। আমাকে ওখানে যেতে হয়েছিলো, কারণ যিনি সভাপতি পদে দাঁড়ায়েছেন, তিনি আমাদের এলাকাকর মানুষ, অনুরোধ করেছেন, উপস্হিত থাকতে হলো। অনেকই বক্তব্য রাখলেন; তাদের মাঝে একজন তরুণ সোস্যাল ওয়ার্কার সভাপতি পদপ্রার্থীকে খুবই বেশী বেশী সনমান দেখায়ে বক্তব্য রাখলেন; আমার মনে হলো, ইহাতে কৃত্রিমতা আছে। বক্তব্য শেষে, তরুণ সোস্যাল ওয়ার্কার প্রার্থী সাহেবকে নিজের লেখা কবিতার বই উপহার দিলেন। গতকাল রাতে, আমি এক আইসক্রীমের দোকানে লাইনে দাঁড়ায়েছি, আমার সামনে সেই তরুণ সোস্যাল ওয়ার্কার কবি সাহেব উনার ৪ জন বন্ধুসহ লাইনে অপেক্ষা করছেন ও নির্বাচন নিয়ে আলাপ করছেন; সেই তরুণ সোস্যাল ওয়ার্কার সাহেব সভাপতি পদ-প্রার্থীকে নিয়ে হাসাহাসি করছেন, কমপক্ষে লাইনে থাকতে ৭/৮ বার 'পাগল' ডেকেছেন।
মানুষের ব্যক্তিগত সম্পর্কের মাঝে 'সন্মানী একটা সম্পর্ক গড়ে উঠে', ইহা সম্পর্কের একটি লেভেল, ইহা অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। শিক্ষিতদের মাঝে একটা 'সন্মানী পরিবেশ' থাকে, ইহা শিক্ষার গুণ। আমরা অদেখা ব্যক্তিকেও সন্মান করে থাকি: কবি নজরুল ইসলামকে না দেখেও, উনার লেখা পড়ে উনাকে উনাকে সন্মান করে থাকি; কিন্তু এদের মাঝে সবাই সত নন, অনেকেই উনাকে সন্মান না করেও কৃত্রিম সন্মান দেখান।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




