(১)রাত ১২টার সময় হঠাৎ ফোন..
হ্যলো দুস্ত,মোবাইলের ব্যলেন্স শেষ। তোরত ডাচবাংলার একাউন্ট আছে,প্লিজ
২০টা টাকা পাঠাসনা,আমি কালকে তোরে পাঠাইদেমু।
ফ্রেন্ড :- পরদিনই তা পাঠাই দিব। আর
বেস্ট ফ্রেন্ড :- ৫০বছর পরও তা পাবেন না।
(২)আপনার আম্মু তার কাছে ফোন করছে..
আম্মু :- হ্যলো তূর্য,শুভ্র কি কোন মেয়ের
সাথে প্রেম করে..?
ফ্রেন্ড :- না আন্টি সে খুব ভালো ছেলে।
বেস্ট ফ্রেন্ড :-
আসলে আন্টি সে একটা মেয়ের পিছনে ঘুরত। কিন্তু মেয়ে পাত্তা দিতে চায়না তারপরও সে ঘুরে।
(৩)মুমূর্ষ অবস্থায় আপনি হাসপাতালে ভর্তি।
১সপ্তাহ পর আপনার ফ্রেন্ড এসে আপনাকে বলবে....
শরীরটা কেমন?
আর বেস্ট ফ্রেন্ড :- এই জন্যইতো বলি তুই বাড়ি যাসনা কেন..? চালাই যাও গুরু নার্সটা দেখতে শুনতে খারাপ না.! :O
(৪)ছেকা খাইছেন..
ফ্রন্ড :- জীবনে এইরকম দুই একবার হয়ই....
বেস্ট ফ্রেন্ড :- আসলে তুইত মেয়েটার
যোগ্যই না।
কেমনে যে মেয়েটা তুরে পাত্তা দিল.!? :'(
(৫)ঘুম থেকে উঠে দেখলেন গায়ের কাথার নিচে আপনার পরনের লুঙ্গিটা নেই!
ফ্রেন্ডদের জিজ্ঞেস করলে.....
ফ্রেন্ড :- জানিনাতো..
বেস্ট ফ্রেন্ড :- ফ্লোরটা অনেক দিন মুছা হয়না। তাই তোরটারে কাজে লাগাইছি.! :O :O

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


