বিএনপি, আওয়ামীলীগ, জাতীয় পার্টি, জামাত নয় ... বাংলাদেশে মাত্র দুটো দল আছে।
একদলে আছেন ধুরন্ধর রাজনীতিবিদ, আরেক দলে বোকা জনগণ।
শেষ বিচারে আওয়ামীলীগ, বিম্পি, জামাত, জাপা সব এক।
তাদের লক্ষ্য এক, উদ্দেশ্য অভিন্ন। বোকা জনগণকে কীভাবে নিত্যনতুন উপায়ে বোকা বানানো যায় ...
বোকা জনগণ শুধু এক কোর্ট থেকে আরকে কোর্টে দৌড়ায়। জ্বলন্ত ফ্রাইপ্যান থেকে চূলায় গিয়ে পড়ে।
রাজনীতিবিদরাই একাত্তরে ধর্ষণ করে, উত্তরায় বাসে আগুণ লাগায়, যুদ্ধাপরাধীদের বিচারের দাবী তোলে, ট্রাইবুনাল বাতিলেরও দাবি তোলো।
বোকা জনগণ ধর্ষিত হয়, বাসে পুড়ে কয়লা হয়, মানববন্ধন আর প্রতিবাদ সমাবেশ যোগ দেয়।
ফাইনালি দেশে দুই দল।
ধুরন্ধর রাজনীতিবিদ আর বোকা জনগণ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




