সময় একটি বড় শিক্ষক
যখন আমার ছিল অঢেল টাকা পয়সার
আনাগোনা, তখন আনাগোনা ছিল অনেক মানুষের!
আমি করোনায় বিধ্বস্থ হয়ে যখন, সবগুলো লাইন ব্লক
এখন, আগের মতো কেউ আর খোজ নেয় না।
হটাসেএপ, মেসেনন্জার গ্রুপে সবাই আমার মেসেজ সিন করে
কিন্তু অন্য যারা অবস্থা ভালো তাদের মেসেজ রিপ্লাই হয়
কিন্তু আমারটা না।
আগে আমি যখন টাকা দিতে পারতাম
অথবা ব্যাডমিন্টন খেলার স্পন্সর করতে পারতাম
তখন অনেকে খুজ নিত।
তাই বলি, টাকাই যদি হয় সব
তবে, এমন কেন?
সত্যিই মানুষ টাকার পাগল
হায়রে টাকা।
ধরা দেও আমায় আবার!!!
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০২২ রাত ৯:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



