জন্মেছিলো সন্দীপ জেলা চট্রগ্রাম
সহজ-সরল-অমায়িক-ভদ্র স্বভাব
প্রিয় এ মামাকে বড় ভালোবাসতাম.........................
দূর্ভাগা-অভাগা-অকাল প্রয়ান
মৃত্য ও পারেনি রুখতে যার অপমান
উপরোক্ত এ বিষয়ে এ উপাখ্যান............
মৃত তুমি ব্যার্থ তুমি-করি অনুতাপ
হাজারো আপবাদে- আজ দিতে পারবেনা জবাব
স্বামী তুমি- পিতা তুমি
সহধর্মিনী বলে তুমি চরম খারাপ!!!
সন্তান ও সুরে সুরে তাই বলে যায়
পৈশাচিক এ আচরন আমায় ভাবায়.....................
স্ত্রী-সন্তানদের রাখতে সুখে
রক্ত করেছো ঘাম কঠোর শ্রমে
আরব থেকে আমেরিকা গিয়েছো চষে
তোমার বদনাম শুনি আজ তাদের মুখে!!!
যে সহধর্মিনী ছিলো তোমার -জীবন সমান
তার আঘাতেই হয়েছে জীবনাবসান....................!!!
সন্তানদ্বয়ের প্রতি টান দেখেছি পাহাড় সমান
তারাই আজ তোমায় করে অপমান!!!
যে সন্তান আজ তোমার দানে
আমেরিকান পাসপোর্টে দম্ভ করে
গেছে ভুলে-মনে করে- ঘৃনা ভরে.....................!
যে স্ত্রী কে জীবদ্দ্যশায়
রানী রুপে রেখেছিলে শত চেষ্টায়
সে স্ত্রী আজ তোমার কূৎসা রটায়
গাল মন্দ করে আশ্রাব্য ভাষায়.....................
এই ছিলো পাপ তোমার-পেলে প্রতিদান?
কি দেবো শান্তনা-ভাষা নেই জানা
তবু দুঃখ করোনা - মানুষ নয় ওরা
মনুষ্যরুপি- ইব্লিশ শয়তান...........................
আর সকলের কাছে তুমিই মহান
সমব্যথি এই আমি জানাই প্রনাম...................
কি বলতে আজ- যদি আসতে ফিরে?
আভাগা মামা আমার বড্ড জানতে ইচ্ছে করে
তোমার এ অপমানে আমি নির্বাক
পেয়েছি বড়ই মানুষিক আঘাত
তোমার প্রতি ভালোবাসায়- আমার এই প্রতিবাদ........................................................
আত্ননাদ শুনতে হলে -আসুন সমাধিস্থলে
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১১ দুপুর ১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




