তিন মাস। একটানা তিন মাস গবেষণা পর শেষ পর্যন্ত সত্যিকার ই-পাবলিকেশনের মত করে আইফোনে বাংলা (পিডিএফ) উপন্যাস পড়তে পারছি। ইমেইল এ্যাটাচ্মেন্ট নয়। সত্যিকার ই-পাব পরিবেশ। কি যে শান্তি.....
যে সকল ওয়েব সাইটে আমাদের ভাইবোনেরা অনেক পরিশ্রম করে এই উপন্যাসগুলো আপলোড করে আসছেন, তাঁদের কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার জানা নেই। বেশীরভাগ উপন্যাসই দেখা যায় স্ক্যান করে প্রথমে ছবি (jpeg format) তারপর সবগুলো একসাথ করে পিডিএফ -এ কনভার্ট করা হয়। আর আমরা কত আরাম করে ওগুলো পড়ি। বিদেশ-বিভুঁইয়ে থাকি। মনের বিশাল খোরাক পাই একেবারে বিনে পয়সায়। একেকটা উপন্যাস, পৃষ্ঠার পর পৃষ্ঠা স্ক্যান করা কি কম পরিশ্রমের কথা? (
যে সকল ওয়েবসাইট থেকে বাংলা বই পড়ি সেখানে কোথাও কোথাও আপলোডারকে ধন্যবাদ জানানোর সুযোগ থাকে এবং যথারীতি কৃত্জ্ঞতা প্রকাশ করি, আবার কোনো কোনো সাইটে সে সুযোগ থাকে না । তাই সামুর শরনাপন্ন হলাম।
আবারো বলছি, যারা কষ্ট এবং পরিশ্রম করে বাংলা বই আপলোড করছেন, তাঁদের প্রতি রইলো অনেক ভালোবাসা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




