মৌলবাদীতে রূপান্তরিত সাবেক বামপন্থী বিপ্লবী ফরহাদ মজহার মৌলবাদীদের কাগজ নয়া দিগন্তে অনেক ইনিয়ে বিনিয়ে একটা লম্বা লেখা ফেঁদেছেন৻ লেখার সারমর্ম: শেখ হাসিনা কেন সেনাবাহিনীকে বিডিআর বিদ্রোহের পর পিলখানা ট্যাংক আর কামানের গোলায় মাটিতে মিশিয়ে দেয়ার সুযোগ দেয়নি৻ এটি না করে শেখ হাসিনা গর্হিত অপরাধ করেছে৻ আমার স্মৃতি যদি প্রতারণা করে না থাকে, এই ফরহাদ মজহারই নব্ব্বুই এর দশকের শুরুতে বাংলাদেশে আনসার বাহিনীতে যে বিদ্রোহ হয়েছিল, তারপর সেই বিদ্রোহী আনসারদের পক্ষে রাষ্ট্রবিরোধী লেখা প্রকাশের দায়ে গ্রেফতার হয়েছিলেন৻ লেখাটি প্রকাশিত হয়েছিল তারই সম্পাদিত মাসিক চিন্তা পত্রিকায়৻ তখন ফরহাদ মজহার ছিলেন নিপীড়িত মানুষের অধিকারের ধ্বজাধ্বারী৻ এখন তিনি বাংলাদেশের মৌলবাদীদের মুখপাত্র, ডানপন্থী এবং মিলিটারী এস্টাবলিশমেন্টের মিত্র৻ কাজেই তার এই ডিগবাজীতে আমি অবাক হই না৻ শুধু একটা বিষয়--কারও কাছে কি মাসিক চিন্তার সেই সংখ্যাটি আছে৻ থাকলে ফরহাদ মজহারের সেই লেখাটি এখানে পোস্ট করার অনুরোধ জানাচ্ছি৻ তাহলে দুটি লেখাই পাশাপাশি রেখে পাঠক মিলিয়ে নিতে পারবেন৻
পুনশ্চ:
ইন্টারনেটে ফরহাদ মজহারের একটা ইন্টারভিউ খুঁজে পেলাম, যেখানে সেই ঘটনার রেফারেন্স রয়েছে৻ নীচের এই বর্ণনাটি িনউ এজ পত্রিকায় প্রকাশিত তার একটি সাক্ষাতকারের অংশ৻
On the opposing walls are two worn-out Che Guevara posters. A wooden bookshelf on the floor is stuffed with daily newspapers, files of clippings, and old copies of Chinta — the Bengali magazine Farhad had founded, and also bears legacy to a crucial event in his life. It was Chinta that had carried Farhad’s essay (‘The Ansar Rebellion’) on the 1994 uprising of the paramilitary force. He was arrested under the Special Powers Act, to be eventually released through a court ruling, but only after a national and global outcry had ensued appealing against his detention, including an appeal in the The New York Times, signed, among others, by the French philosopher Jacques Derrida
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ৩:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




