আমি জানি সামু মডারেটররা হয়তো আমার পাঠানো মেইল পড়ে না, কিংবা কখন কিভাবে নিরাপদ ব্যবহারকারী করতে হয় এরকম আদৌ কোন সুনির্দিষ্ট নীতিমালা নেই, থাকলেও তার সময়োচিত প্রয়োগ নেই, কিংবা নেই কোন পর্যবেক্ষন বা তদারকি ৷ আমি ৩/৪ বার "আপনার সমস্যা / মতামত জানান:" পেইজ থেকে অভিযোগ জানাই ৷ এখনো "দুঃখিত, নীতিমালা ভঙ্গের কারণে আপনাকে কমেন্ট ব্যান করা হয়েছে ।"
আপনি একজন নিরাপদ ব্লগার
আপনার লেখা সরাসরি প্রথম পাতায় সকল পোস্ট অংশে প্রকাশিত হবে। আর সম্পাদকের বিবেচনা সাপেক্ষে তা নির্বাচিত পাতায়ও প্রকাশ হতে পারে।
বর্তমানে আপনার কমেন্ট করার সুবিধা বন্ধ আছে।
আমার থেকে অল্প সময়ে অনেকেই নিরাপদ ব্যবহারকারি হয়ে গেছে, তাদের প্রোফাইলে হিট অনেক বেশি - তবে কি সামু মডারেটররা হিট দেখে নিরাপদ করে? যদি তাই হয় তাহলে একজন অনিরাপদ ব্যবহারকারি কিভাবে হিট বাড়াবে? তার লিখাতো প্রথম পাতায় প্রকাশ পায় না, অন্যরা জানবে কিভাবে
???????????????????????????????????????
ব্লগার পরিসংখ্যান
পোস্ট করেছেন: ৪০৯টি
মন্তব্য করেছেন: ১৪১৫টি
মন্তব্য পেয়েছেন: ১৩২৪টি
ব্লগ লিখেছেন: ১ বছর ১১ মাস
ব্লগটি মোট ৩৫৯৭৯ বার দেখা হয়েছে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




