somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যৌথবিবৃতি: বিদেশ যেতে বাধা দান করে দমনের অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ

২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যৌথবিবৃতি: বিদেশ যেতে বাধা দান করে দমনের অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ
আতাউস সামাদ ও ফরহাদ মজহার



২০০৭ সালের ১১ জানুয়ারী রাষ্ট্রপতি ইয়াজুদ্দিনকে দিয়ে জরুরী আইনের শাসন জারী করিয়ে যে অনির্বাচিত সরকার অসাংবিধানিকভাবে পরবর্তী দুই বছর দেশ শাসন করে তারা জনগণের মৌলিক অধিকার,মানবাধিকার এবং রাজনৈতিক অধিকার লুপ্ত করেছিলেন। এই শাসকরা একদিকে নানান পন্থায় দেশজুড়ে ত্রাসের সঞ্চার করেন এবং অন্যদিকে দেশের রাজনৈতিক নেতাদের চরিত্রহনন ও তাঁদের মধ্যে বিভেদ সৃষ্টি করেন। তত্ত্বাবধায়ক নামধারী ঐ অসাংবিধানিক শাসকদের উদ্দেশ্য ছিল যে ভয় পেয়ে জনগণ যেন প্রতিবাদী না হয়ে ওঠেন এবং রাজনৈতিক ব্যক্তিত্বরাও যেন তাদের নেতৃত্ব দিতে না পারেন। আমরা সেই অন্ধকার দিনগুলি পিছনে ফেলে এসেছি।

কিন্তু অতীব দুঃখের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি, তথাকথিত ১/১১ সরকারকে বিদায় দিয়ে দেশের যে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেটিও ঐ অসাংবিধানিক সরকারের কিছু অবৈধ কর্মকান্ডের ধারা উৎসাহের সাথে অব্যাহত রেখেছে যেন এসব তাঁদের গৌরবময় উত্তরাধিকার। এর মধ্যে কয়েকটি হচ্ছে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার, জামিন পেতে বাধা দেওয়া ও সেজন্য আদালতকে মিথ্যা তথ্য দান, রিমান্ডে নিয়ে অত্যাচার, সভা-সম্মেলন বাধা দিয়ে পণ্ড করা এবং মুক্তভাবে চলাচলে বাধা সৃষ্টি করা। বিশেষ করে সরকারের বিরুদ্ধবাদীদের বিদেশ যেতে বাধা দান। এই শেষোক্ত বিষয়টি এখন বাংলাদেশিদের জন্য, অর্থাৎ এদেশের নাগরিকদের জন্য মারাত্মক হয়রানি ও গুরুতর মানবাধিকার লংঘনের কারণে পরিণত হয়েছে। এর একটা জঘন্য দিক হচ্ছে সরকার ক্ষমতার অবৈধ ব্যবহার করে নিরাপরাধ নাগরিকদেরকে কোন কারণ না দেখিয়ে বিমান বন্দর বা অন্য বহির্গমন পথ থেকে ফিরিয়ে দিয়ে তাদেরকে মানসিক, শারীরিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং ‘বিপজ্জনক’ হিসাবে চিত্রিত করে তাকে সামাজিকভাবে হেয় করছে। একই সাথে সরকারে অবস্থানকারী কিছু ব্যক্তি পর্দার অন্তরালে অবস্থান করে এভাবে সংবিধান লংঘন করে নিজেদেরকে দিনে দিনে অধিকতর বলদর্পী করে তুলছেন এবং দেশে গণতন্ত্র, নিয়মতন্ত্র ও মানবাধিকারের প্রতি হুমকি হয়ে উঠছেন। আমরা সরকারকে বিনয়ের সাথে বলতে চাই যে, এসব কুকাণ্ড এখনই বন্ধ করা উচিৎ।

আমরা জনগণের সুবিধার জন্য এখানে সংবিধানের ৩৬ অনুচ্ছেদ উদ্ধৃত করছি: “জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা-নিষেধ সাপেক্ষে বাংলাদেশের সর্বত্র অবাধ চলাফেরা, ইহার যে কোন স্থানে বসবাস ও বসতিস্থাপন এবং বাংলাদেশ ত্যাগ ও বাংলাদেশে পুনঃপ্রবেশ করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে”। এ ছাড়া আন্তর্জাতিক মানবাধিকার সনদের (Universal Declaration of Human Rights) অনুচ্ছেদ ১৩(২)বলছে, “প্রত্যেক ব্যক্তিরই নিজের দেশসহ যে কোন দেশ ত্যাগ করার এবং নিজের দেশে প্রত্যাবর্তন করবার অধিকার রয়েছে’। নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক সনদের (International Covenant on Civil and Political Rights) ১২(২) অনুচ্ছেদ অনুযায়ী “প্রতিটি ব্যক্তি নিজের দেশসহ যে কোন দেশ ত্যাগ করবার ক্ষেত্রে স্বাধীন থাকবে” এবং ১২(৪) অনুচ্ছেদ অনুযায়ী, “নিজের দেশে প্রত্যাবর্তন করবার ক্ষেত্রে কাউকেই খামখেয়ালী কায়দায় বঞ্চিত করা যাবে না”। আমরা সরকারকে স্মরণ করিয়ে দিচ্ছি যে রাষ্ট্র হিসাবে বাংলাদেশ এই সকল আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে এবং এই সকল অনুচ্ছেদের নির্দেশ অতএব মানতে বাধ্য।

গত তত্ত্বাবধায়ক সরকার যখন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বিদেশ থেকে দেশে ফিরতে বাধা দিয়েছিল তখন আমরা সঙ্গে সঙ্গে আমাদের সংবিধান ও এই সব সনদের ভিত্তিতে বাংলাদেশ থেকেই এই আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলাম।

তাহলে দেখা যাচ্ছে যে, আমাদের সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত সনদগুলো আমাদেরকে শুধু দেশের ভিতরে চলাফেরা করার স্বাধীনতাই দেয় নাই, বিদেশে যাবার এবং ফিরে আসার অধিকারও সুস্পষ্টভাবে দিয়েছে। এর মধ্যে উল্লেখ্য যে ‘জনস্বার্থে’ সরকার নিয়ন্ত্রণের যে ক্ষমতা পেতে পারে তা অবশ্যই ‘আইনের দ্বারা আরোপিত’ ও ‘যুক্তিসঙ্গত’ হতে হবে। সেই আইন তো বলবৎ আছেই। লক্ষণীয় যে কোন নাগরিকের বিদেশ যাবার প্রস্তুতি থেকেই সরকার তার ওপর আইনসঙ্গত নিয়ন্ত্রণ আরোপ করছে কারণ,দেশের বাইরে কোথাও যেতে হলে আমাদেরকে প্রথমেই সরকারের কাছ থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হয়। কাউকে পাসপোর্ট দেবার আগে সংশ্লিষ্ট দপ্তর তার সম্পর্কে পুলিশি তদন্ত করিয়ে সন্তুষ্ট হয়ে নেয় যে তাকে বিদেশ ভ্রমণের ছাড়পত্রটি দেয়া যাবে। আর পাসপোর্ট পেলেই বিদেশ যাওয়া যায় না। বিদেশগামী বাংলাদেশি যে দেশে বা দেশগুলিতে যাবেন তাঁকে সেসব দেশে ঢোকার ও নির্দ্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করার জন্য ঐ দেশের দূতাবাস থেকে ভিসা সংগ্রহ করতে হয়। তারপর বিমান বা অন্য উপযুক্ত বাহনের টিকিট সংগ্রহ করতে হয়। তাঁকে বহনকারী প্রতিষ্ঠান, যথা, কোন এয়ার লাইন, বহির্গমন বন্দরে ভ্রমণ সংক্রান্ত তাঁর সকল দলিলপত্র পরীক্ষা করে তবেই বিমান বা প্রয়োজনীয় বাহনে উঠতে দেয়। এক্ষেত্রে বিমান বন্দরে বা অন্য কোন বহির্গমন বন্দরে আমাদের ইমিগ্রেশন বিভাগের জন্য ইতিমধ্যেই পরীক্ষা হয়ে যাওয়া দলিলপত্র আবার পরখ করে দেখা,তাদের প্রয়োজনীয় কাগজটি (ইমিগ্রেশন ফর্ম) সংগ্রহ করা এবং বিদেশগামী ব্যক্তির পাসপোর্টে সিল দেয়া ছাড়া আর কোন কাজ নেই। কিন্তু তারাই যখন বৈধ পাসপোর্ট, ভিসা ও টিকেটধারী কোন ব্যক্তিকে কোন কারণ না দেখিয়ে হুকুম করেন যে তাঁকে বাড়ি ফিরে যেতে হবে তখন তাঁরা এক আঘাতে সেই ব্যক্তিটির নানান রকম ক্ষতি সাধন করেন যা করার অধিকার আইনত তাঁদের নেই। আর তাঁরা যখন বলেন যে, ওপরের নির্দেশে তাঁদেরকে দেশের বাইরে যেতে দেওয়া হবে না কিন্তু সেই নির্দেশদাতার পরিচয় দিতে পারেন না তখন তাঁরা বা সেই অতি ক্ষমতাশালী ওপরওয়ালারা বাংলাদেশকে একটি আইন অমান্যকারী অসভ্য তথা বর্বর দেশ হিসাবে বিশ্বের কাছে প্রতিভাত করেন। দুঃখের বিষয় হলো যে নাগরিকের সংবিধানপ্রদত্ত অধিকারের ওপর সরকারের এরকম নিপীড়নমূলক হস্তক্ষেপ উচ্চ আদালতে বারবার অবৈধ ঘোষিত হবার পরও বর্তমান সরকার এই যন্ত্রণাদায়ক, একান্ত গর্হিত ও খুবই নিন্দনীয় কার্যক্রমটি চালিয়ে যাচ্ছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

ইতোমধ্যে, আমরা আবার বিস্মিত হয়ে দেখলাম যে নিজ নিজ পেশায় সফল অবদান রেখেছেন এমন ব্যক্তিদেরকে বিমান বন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। তাঁরা বর্তমানে বিরোধী দল বিএনপি’র সাথে সম্পৃক্ত। এরপরই এসেছে আরো বিস্ময়কর সংবাদ যে, সরকারের সেই অদৃশ্য উপরওয়ালারা বিমানবন্দরে ৭০ জন বিরোধী দলীয় নেতার নাম পাঠিয়েছেন যাতে এঁদেরকে বিদেশে যেতে দেওয়া না হয়। তাঁদের সাথে কয়েকজন পেশাজীবী, লেখক ও সাংবাদিকের নামও আছে যার মধ্যে আমাদের দু’জনেরও নামও যুক্ত করা হয়েছে বলে পত্রিকার রিপোর্টে আমরা দেখেছি। ঐ খবর প্রকাশিত হবার পর কয়েক দিন গত হলেও সরকারের তরফ থেকে সেটি সঠিক কি বেঠিক ঐ বিষয়ে কোন মন্তব্য করা হয়নি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রি শামসুল হক টুকু সেপ্টেম্বরের ১৯ তারিখে এই ধরণের প্রফাইলিং সম্পর্কে সাংবাদিকদের বলেছেন, তিনি এই ধরনের কোন তালিকার খবর জানেন না। তিনি ব্যাপারটি দেখবেন।

এভাবে আইনের বাইরে তালিকা প্রণয়ণ করে আমাদের যে গোপন প্রফাইলিং করা হয়েছে বলে খবরকাগজ মারফত আমরা জেনেছি, তা কোন সভ্য দেশের নজির হতে পারে না। এর উদ্দেশ্য হচ্ছে হুমকি ও ভয় দেখিয়ে আমাদের কণ্ঠস্বর রুদ্ধ করা, আমাদের চিন্তা, বিবেক ও মত প্রকাশের স্বাধীনতাকে দমন-নিপীড়নের মাধ্যমে স্তব্ধ করে দেওয়া। এখানে আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে এর আগেও আমরা লেখালিখির জন্য অগণতান্ত্রিক সরকারের নির্যাতন ভোগ করেছি। বিগত আমলে বিনপি সরকার ১৯৯৫ সালে আনসার বিদ্রোহের ওপর লেখার কারণে ফরহাদ মজহারকে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করে, আদালতের নির্দেশে সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হয়।

এ ব্যাপারে আমাদের প্রথম বক্তব্য হলো যে, সরকার যেন তার অবৈধ পদক্ষেপ অবিলম্বে প্রত্যাহার করে। নাহলে আমরা বিদেশ যেতে চাইলে এই ধরনের বাধা পেলে আমাদেরকে অবশ্যই আইনের আশ্রয় গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত,যারা ঐ তালিকা তৈরি করেছেন তারা সজ্ঞানেই চেষ্টা করেছেন ক্ষমতাসীন সরকারের অগণতান্ত্রিক আচরণ, মানবাধিকার ও গণস্বার্থবিরোধী কর্মকাণ্ড এবং ক্রমাগত সমাজ ও রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে তোলা সম্পর্কে আমাদের ইতিবাচক সমালোচনা, পর্যালোচনা ও পরামর্শ উপেক্ষা করে আমাদেরকে তাঁদের অপছন্দের রাজনৈতিক দলের সাথে জড়িত প্রমাণ করতে এবং মানুষকে সেভাবে বোঝাতে। এই হীন চেষ্টা আমাদের কন্ঠস্বর মলিন করে দেবার এক পুরানা কৌশল অথচ আমরা কোন দলের সদস্য নই বা কোন দলের সাথে সম্পৃক্ত নই। অতীতের অন্যান্য ক্ষমতাসীন সরকারকে আমরা যেমন সমালোচনা করেছি এই সরকারের ক্ষেত্রেও তার অন্যথা হয় নি। সরকারের ও ক্ষমতাসীন দলের ভুল-ক্রটি-অন্যায়-অবৈধ কাজকর্মের সমালোচনা আমরা করি বলে সরকার পক্ষের আমাদেরকে বিরোধী দলের সাথে একাকার করে দিয়ে জনগণের পক্ষের লেখালেখি ও কথাবার্তাকে দুর্বল করে দেবার এই পদ্ধতি ন্যক্কারজনক। এটা করা হয়েছে ষড়যন্ত্রমূলকভাবে, আমাদেরকে তাঁদের সমর্থকবৃন্দের চোখে ঘৃণা ও সন্দেহের পাত্র করে তুলতে। তাঁরা ভুলে গেছেন যে, আমরা অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থাকার সময় তাদের অবৈধ, অগণতান্ত্রিক, অনিয়মতান্ত্রিক ও নিপীড়নমূলক কাজের প্রতিবাদ ও সমালোচনা যখনই প্রয়োজন তখনই করেছি। তার আগে জোট সরকারের আমলে আমরা একই কাজ করেছি। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দেশ ও জনগণের মঙ্গলের লক্ষ্যে আমাদের ক্ষুদ্র ক্ষমতা নিবেদিত রেখেছি এবং ভবিষ্যতেও নির্ভয়ে রাখবো।

সারা দুনিয়ার সংবাদপত্র কর্মী, সাংবাদিক, লেখক-শিল্পী-সাহিত্যিক এবং সর্বোপরী মানবাধিকার কর্মীদের আমরা আহ্বান জানাচ্ছি তাঁরা যেন সরকারের মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ এবং বিদেশ গমনে বাধা দেবার জন্য তালিকা প্রণয়নের এই ঘৃণ্য তৎপরতাকে নিন্দা জানান। আমরা আশা করব লুকোচুরি না করে সরকার এই ধরণের তালিকা প্রত্যাহার করে গণতান্ত্রিক আচরণের নজির রাখবে।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিজয়ের কবিতা

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১:৫৪



বিজয়ের মাস ডিসেম্বর, লক্ষ প্রাণে লেখা বিজয়ের
সেই সোনালি অক্ষর,
দিকে দিকে শুনি জয়ধ্বনি বাংলাদেশের নামে, এই
স্বাধীনতা কেনা রক্তের দামে;
হৃদয়ে হৃদয়ে বাজে মুক্তির শত গান, ডিসেম্বরে
পেয়েছি আমরা বিজয়ীর সম্মান;
মার্চের সেই অমর... ...বাকিটুকু পড়ুন

বন্ডাইর মত হত্যাকাণ্ড বন্ধে নেতানিয়াহুদের থামানো জরুরি...

লিখেছেন নতুন নকিব, ১৬ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:২৫

বন্ডাইর মত হত্যাকাণ্ড বন্ধে নেতানিয়াহুদের থামানো জরুরি...

বন্ডাই সৈকতের হামলাস্থল। ছবি: রয়টার্স

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকত এলাকায় ইহুদিদের একটি ধর্মীয় অনুষ্ঠানে সমবেত মানুষের ওপর দুই অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিতে গুলি চালিয়েছে। এতে... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ সর্বত্র বিরাজমাণ নন বলা কুফুরী

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৬ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:১৪



সূরাঃ ২ বাকারা, ২৫৫ নং আয়াতের অনুবাদ-
২৫৫। আল্লাহ, তিনি ব্যতীত কোন ইলাহ নেই।তিনি চিরঞ্জীব চির বিদ্যমাণ।তাঁকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না।আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই... ...বাকিটুকু পড়ুন

বিজয়ের আগে রাজাকারের গুলিতে নিহত আফজাল

লিখেছেন প্রামানিক, ১৬ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:১৩


ঘটনা স্থল গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার উড়িয়া ইউনিয়নের গুণভরি ওয়াপদা বাঁধ।

১৯৭১সালের ১৬ই ডিসেম্বরের কয়েক দিন আগের ঘটনা। আফজাল নামের ভদ্রলোক এসেছিলেন শ্বশুর বাড়ি বেড়াতে। আমাদের পাশের গ্রামেই তার... ...বাকিটুকু পড়ুন

৫৫ বছর আগে কি ঘটেছে, উহা কি ইডিয়টদের মনে থাকে?

লিখেছেন জেন একাত্তর, ১৬ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৮




ব্লগের অনেক প্রশ্নফাঁস ( Gen-F ) ১ দিন আগে পড়া নিউটনের ২য় সুত্রের প্রমাণ মনে করতে পারে না বলেই ফাঁসকরা প্রশ্নপত্র কিনে, বইয়ের পাতা কেটে পরীক্ষার হলে নিয়ে... ...বাকিটুকু পড়ুন

×