বাবা বাবা! ওরা কি তোমাকে পিপার স্প্রে করেছে!
তোমাকে নাকি আমার বইয়ে আঁকা শহীদ মিনার থেকে তাড়িয়ে দিয়েছে!
গরম জলকামান, রাবার বুলেট, পিপার স্প্রে দিয়ে তোমাকে আঘাত করছে!
না মা! এসব মিথ্যা তথ্য!
ওরা কি এসব করতে পারে!
তোমার বাবাতো মানুষ গড়ার করিগর!
সমাজের সম্মানিত ব্যক্তি!
সকলের শ্রদ্ধার পাত্র!
সেই শ্রদ্ধার উপর কেহ কি এসব করতে পারে!
না বাবা! চারিদিকে বরাবলি করছিল!
তোমার বাবাকে পিপার স্প্রে করেছে!
তুমি নাকি পাগলা কুকুরের স্প্রে খেয়েছো!
তাইতো খুব ভয় হচ্ছে!
বাবা তুমি ফিরে এসো!
বাবা তুমি কতদিন হলো দুধ কিনে দাও না
বাসার বাজার করো না!
ভাল পোশাক কিনে দাও না!
শীতের বস্ত্র কিনে দাও না!
বাবা তুমি কি এবার বেতন পাবে!
তুমি কি আম্মুর শাড়ি কিনে আনবে!
মা, তুমি চিন্তা কোর না!
পুলিশ জনগণের বন্ধু! শিক্ষকের ছাত্র!
ওরা কোনদিন আমাদের লাঠি পেটা করতে পারে না!
শিক্ষকরাইতো তাদের লাঠিপেটা করে!
সরকার শিক্ষকের মর্যদা দিবে!
আমাদের বেতন দিবে!
আমি বাড়ি ফিরবো!
খুব দ্রুত ফিরবো!
তবে, জীবন নিয়ে নয়, পিপার স্প্রের মৃত দেহ নিয়ে!
http://sonarbangladesh.com/blog/mutlub/145125

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


