আজ শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়ায় বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মিলনায়তনে নবীনবরণ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
সাম্প্রতিক সময়ে নানা কর্মসূচিতে পিপার স্প্রে ব্যবহার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, 'অবৈধ সমাবেশ দমনে বিশ্বব্যাপী আন্তর্জাতিক কনভেশনে অনুমোদিত যেসব উপকরণ ব্যবহার করা হয়ে থাকে, এটি সেগুলোর একটি। কাজেই এ উপকরণ সম্পর্কে কোনো মত দেওয়ার অধিকার কারও নেই।'
মন্ত্রী বলেন, 'মনে রাখতে হবে, আমরা অবৈধ সমাবেশ ও নৈরাজ্য দমন করার স্বার্থে এটি ব্যবহার করি। যখন নৈরাজ্য বন্ধ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মীরা মাঠে যায়, তখন পুলিশ ফুলের মালা নিয়ে যাবে না; বরং দমনের উপকরণ নিয়েই যাবে।'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


