ফেসবুক যে কি জিনিস আমি জানতামই না।চাকরীতে জয়েন করার পর আমার কলিগেরা দেখি সবাই ফেসবুক ব্যবহার করে।এভাবে শুরু হল, ফেসবুক এ আমার পথ চলা।আমি প্রথমে নিজেকে একদম লুকিয়ে রাখতাম।হাতে গোনা কয়েকজন, আমার খুব কাছের কিছু বন্ধু আর কলিগ এরাই শুধু জানত ফেসবুকে আমার উপস্থিতি।আমি যেদিন বুঝলাম মিন্টুর জন্য দুই বছর ধরে নিজেকে সবার কাছ থেকে লুকিয়ে রেখে। নিজেক কষ্ট দিয়ে আমি বোকামি করছি, সেদিন ঠিক করলাম, ফেসবুক ওপেন করব।এটা আমার আবার একটা ভুল সিদ্ধান্ত ছিল।নিজের উপর জেদ করে নিজেকে নষ্ট করার খেলায় মাতার ইচ্ছে হল।কলেজের গ্রুপ এ জয়েন করে অনিক এর নামটা দেখলাম। দেখে মনে পরল, ছেলেটাকে চিনিতো, এর জন্য উর্মি পুরো কলেজ লাইফ এ আমার সাথে খুব বাজে আচরন করত।কারন আমি আর অনিক এক সাথে প্রাইভেট পরতাম, হাস্যকর! ফ্রেন্ড রিকয়েস্ট পাঠালাম, সাথে ছোট একটা মেসেজ, “তুমি কি সেই অনিক?... ব্যাচের?” । কিছুদিন পরই উত্তর আসল,সে সেই অনিক।১২ইসেপ্টেম্বর ২০০৮, আমদের যাত্রা শুরু,ফেসবুকে মেসেজ আদান প্রদান হত, এক মাসের মধ্যেই আমার মোবাইল নাম্বার নিল, এবার শুরু হল, ফোনে কথা, আর সাথে মেসেঞ্জার এ চ্যাটিং!আমি তখন স্কলাশিপের জন্য চেষ্টা করছিলাম, আমার কাগজ পত্র তৈরিতে কিছু সাহায্য করেছে ও।মিন্টুর ঘটনা জানল, আমার মানসিক সমস্যাগুলো জানল।আমি কত একা, আমার ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর কষ্ট, এগুল ওকে কাছে আনল।ও নিজেও রাত জাগতো, অনেক রাত পর্যন্ত কথা বলে আমার ঘুম আসলে তখন ফোন রাখত।এভাবেই চলছিল, আমদের সম্পর্ক।এর মাঝে নভেম্বর এ অনিক এর সাথে আমার দেখা হল সামনা সামনি, কলেজের পর এই প্রথম। আমরা অনেক রকম ফাযলামি করতাম, কিন্তু সিরিয়াস ছিলাম না কেউ। আমি বলতাম “আমার ভিতরে অনেক আগুন , নিভাতে পারবানা”।ও অনেক সময় সেক্সুয়াল ফান পাঠাতো আমাকে।আমিও ফাযলামি করতাম। আমি তখন ও কুমারি ছিলাম।অনিক বলেছিল, তার কোন এক কাজিন এর সাথে তার একবার সেক্স হয়েছে।পরে অবশ্য আসল ঘটনা জেনেছি।যাই হোক প্রথম যেদিন ওর সাথে দেখা হল, আমি তখন ও অফিসে,আমি প্রথম এ বললাম, আজ তো দেখা করা সম্ভব হবেনা। পরে আবার কি মনে হল বললাম , আমার সাথে অফিস থেকে বাসা পর্যন্ত যেতে পার।ও বাসে চড়তে পারেনা, বলল সি এন জি তে যাবে। গেলাম তাই ই বাসাই পৌছাতে সন্ধা।সবাই চলে আসবে তাই ওকে বললাম , আজ আর বোসোনা।যাবার সময় দুজনই ফাযলামি করলাম ফাকা বাসা কিছু করলানা!কি যে হল, দরজার কাছে গিয়ে কিস্ করলাম ওকে।কপাল আমার ,আমিতো এটাও পারিনা! অ্নিক হাসল বলল তুমিতো পারনা, আমাকে পালটা কিস্ দিয়ে স্তব্ধ করে চলে গেল। এই ছিল আমাদের প্রথম দিনের দেখা।রাতে আবার ফোনে কথা, আমাকে বলল, ভয় পেয়ে তো কিছু করার সুযোগ ই দিলানা, হেরে যাবা তাই। আমিও পালটা বললাম তুমিই হারবা।অনিক বলল, কাল অফিস যেওনা, ছুটি নাও, আমি সকালে আসব। আমি ভাবলাম শ্য়তানি করছে, সকালে অফিসে চলে গেলাম।সকাল ১১ টায় ফোন দিয়ে শুরু করল , "কেন গেলি? মানা করলাম না? জানিনা যেভাবে পার আস"।আমার ভেতর ও তখন অন্য এক কামনা, অফিসে মিথ্যা বলে দুপুরের আগেই বেরিয়ে গেলাম। অনিক ওর ভাইয়ের বাসায় ছিল, সারাটা রাস্তা আমাকে জ্বালিয়ে মেরেছে ফোন করে আর মেসেজ পাঠিয়ে,”কিরে আর কতক্ষন লাগবে? প্রোটেকশ্ন লাগবে কিনা?”।আমি ও বললাম তুমি জান তুমি কিছু করতে পারবা কিনা , পারলে লাগবে ,ফার্মেসী থেকে নাও।আমাকে বলে কি করে কিনব লজ্জা লাগে! আমিও ভাবি ফাযলামি ই করছে।বাসায় আসলাম।পুরো ফাকা বাসা কেউ নাই।তারপরে হল সেই অঘটন। আমি হারালাম আমার কুমারিত্ব।কিভাবে যে কি হয়ে গেল, কিছুই বুঝলাম্না।অদ্ভুত এক ভাল লাগা নেশা। আজ মনে হয় অনিক এর জন্য বোধ হয় এই নেশাটাইয় সব ছিল।আমি নিজেকেও ভাল বলিনা, যে কারনেই হোক না কেন, আমার মাঝেও খারাপ কিছু ছিলতো অবশ্যই।যে মেয়ে কোনদিন কোনো মানিসিক সম্পর্কে জড়াবেনা ভেবে বড় হয়েছে ভার্সিটি পর্যন্ত, সে কিভাবে মানসিক ভাবে কোন কমিট্মেন্ট ছাড়াই বিছানায় চলে গেল!! শুরু হল আমার অন্য এক জীবন।
আলোচিত ব্লগ
আমি আর এমন কে

যখন আমি থাকব না কী হবে আর?
থামবে মুহূর্তকাল কিছু দুনিয়ার?
আলো-বাতাস থাকবে এখন যেমন
তুষ্ট করছে গৌরবে সকলের মন।
নদী বয়ে যাবে চিরদিনের মতন,
জোয়ার-ভাটা চলবে সময় যখন।
দিনে সূর্য, আর রাতের আকাশে চাঁদ-
জোছনা ভোলাবে... ...বাকিটুকু পড়ুন
২০২৪ সালের জুলাই মাস থেকে যেই হত্যাকান্ড শুরু হয়েছে, ইহা কয়েক বছর চলবে।

সামুর সামনের পাতায় এখন মহামতি ব্লগার শ্রাবনধারার ১ খানা পোষ্ট ঝুলছে; উহাতে তিনি "জুলাই বেপ্লবের" ১ জল্লাদ বেপ্লবীকে কে বা কাহারা গুলি করতে পারে, সেটার উপর উনার অনুসন্ধানী... ...বাকিটুকু পড়ুন
রাজাকার হিসাবেই গর্ববোধ করবেন মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান !

একজন রাজাকার চিরকাল রাজাকার কিন্তু একবার মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নয় - হুমায়ুন আজাদের ভবিষ্যৎ বাণী সত্যি হতে চলেছে। বিএনপি থেকে ৫ বার বহিস্কৃত নেতা মেজর আখতারুজ্জামান। আপাদমস্তক টাউট বাটপার একজন... ...বাকিটুকু পড়ুন
চাঁদগাজীর মত শিম্পাঞ্জিদের পোস্টে আটকে থাকবেন নাকি মাথাটা খাটাবেন?

ধরুন ব্লগে ঢুকে আপনি দেখলেন, আপনার পোস্টে মন্তব্যকারীর নামের মধ্যে "জেন একাত্তর" ওরফে চাঁদগাজীর নাম দেখাচ্ছে। মুহূর্তেই আপনার দাঁত-মুখ শক্ত হয়ে গেল। তার মন্তব্য পড়ার আগেই আপনার মস্তিষ্ক সংকেত... ...বাকিটুকু পড়ুন
ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গী সৃষ্টি দিল্লী থেকে।

((গত ১১ ডিসেম্বর ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গী সৃষ্টির ইতিবৃত্ত ১ শিরোনামে একটা পোস্ট দিয়েছিলাম। সেটা নাকি ব্লগ রুলসের ধারা ৩ঘ. violation হয়েছে। ধারা ৩ঘ. এ বলা আছে "যেকোন ধরণের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।