আমি সাম্বাদিক হইতাম চাই, পরামর্শ দেন কেমনে হমু।
কেন হইতাম চাই তার পিছনে কারন আছে
মুসা ইব্রাহিমের যেদিন এভারেস্ট এ উঠার খবর আসলো সেদিন সব গুলো চ্যানেল ব্রেকিং নিউজ দিল সব পত্রিকা লাল হেড লাইন দিল, আর গতকাল এম এ মুহিত এভারেস্ট জয় করলেন সেটা সব পত্রিকা আর সব চ্যানেল ব্ল্যাক আউট করলো, তাই চিন্তা করতেসি সাম্বাদিক হমু, সাম্বাদিক হইলে মিডিয়া কভারেজ পাওয়া যায়।
মুসা ইব্রাহিম পুড়া আলু গ্রুপের সাম্বাদিক তাই তারে লইয়া মাতামাতি করছে, মুহিত হালায় কোন এক কোম্পানীর ম্যানেজার তারে লইয়া মাতামাতির কি আছে ?
মিডিয়া যেভাবে ব্যাপারটা ব্ল্যাক আউট করছে তাই একটু সন্দেহ থেকে যাই, মুহিত সাংবাদিক হইলে মনে হয় ভাল কাভারেজ পেত।
তাই মনে মনে চিন্তা করি বড় হইলে সাম্বাদিক হমু
কিন্তু আমি আর কত বড় হমু নাদের আলী ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




