আমি অনেকদিন যাবত বিলেতের প্রথম সারির ছড়াকার দিলু নাসেরকে ব্লগে খুব কমই দেখছি। তার কারণ কি? দিলু নাসের কি বর্তমানে খুবই ব্যস্ত? না কি ব্লগ থেকে একটু একটু করে সরে দাড়াচ্ছেন।
সত্যি বলতে কি এই বিলেতের মাটিতে বসবাসের প্রায় দেড়যুগ। বিলেতে যখন প্রথম এলাম তখন বেশ অনেকদিন তেমন কোন পত্রিকার সন্ধ্রান পাইনি। কারণ আমি যে এলাকায় থাকতাম সেটা ছিল সাদাদের এলাকা। বাঙালী দোকাপাট তেমন ছিল না। তবে বেশিদিন ছিলাম না ঐ সাদাদের এলাকায়। বছর দুয়েক পরে চলে এসেছিলাম ইষ্ট লন্ডনে। ইষ্ট লন্ডন আসার পর যখনই পত্র পত্রিকা খুলতাম তখন প্রায়ই যে ছড়াকারে নামটি চোখে পড়ত সে ছিলেন, এই দিলু নাসের। শুধু ছড়া নয় বিলেতের বিভিন্ন বাংলা টিভি চ্যানেল বিভিন্ন অনুষ্টানে দিলু নাসেরের মনকাড়া উপস্থাপনা এখন দাগ কাটে। ভরাট কন্ঠের এই কবির আবৃত্তিও শোনার ভাগ্য হয়েছে অনেক অনুষ্টানে। বেশ ভালো লাগে তার আবৃতি। তা ছাড়া ছড়াকার দিলু নাসের বিলেতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্টা লগ্ন থেকেই যুক্তরাজ্য শাখার আহবায়ক ছিলেন এবং বিলেতের রেডিও বাংলার প্রযোজক হিসেবে অনেকদিন কাজ করেছেন ও বেশ কিছুদিন বিলেতের সাপ্তাহিক "পূর্বদেশ"পত্রিকার একজন সাহিত্য সম্পাদক ছিলেন। তা ছাড়াও দিলু নাসের ১৯৯৭ সালে "সালাম লন্ডন" নামে একটি সাপ্তাহিক ও বেশ ক'টি লিটল ম্যাগাজিনে সম্পাদনা করেছেন। যা কি না পড়ার সুভাগ্য হয়েছিল।
বহু প্রতিভার অধিকারী এই ছড়াকার শুধুই ছড়া লিখেন না উনি একজন ভালো গীতিকারও। উনার লেখা গান অনেক ভালোও গুনী শিল্পীরা গেয়ে অনেক বাহবা হাততালি কুড়িয়েছেন। তার মধ্যে একটি গান আমার খুব ভালো লাগে যে টা হলো-"নীলাঞ্জনা তুমি তো ভূলে গেছো আমার ভূলা হলো না"।
ইদানিং মাঝে মধ্যে ব্লগে আসি কিন্তু ছড়াকার দিলু নাসেরের তেমন উপস্থিতি পাই না। কেন যে নিজেকে গুটিয়ে নিচ্ছেন তা জানি না। তবে উনি যদি নিয়মিত ব্লগে ছড়া রাখতেন তা হলে ভালোই লাগত। দিলু নাসেরের ছড়া মধ্যে মা, মাটি, দেশ, প্রেম, বিরহ সব কিছুই চোখে পড়ে। বিলেতের সাহিত্যঙ্গনে দিলু নাসের অবদান অনেক। যা কখনও অস্বীকার করার উপায় নেই এবং তা ম্লান হবার নয়।
আমি একজন সাহিত্যপ্রেমী মানুষ। ছড়া ও কবিতা আমার ভালো লাগে। অনেক চেষ্টা করেছি জীবনে দু এক লাইন ছড়া লেখার। কিন্তু পারিনি। হয়তো আল্লাহ সবাইকে সব রকম প্রতিভা দিয়ে সৃষ্টি করেন না।
যাই হোক এই পোষ্টটি লেখার উদ্দেশ্যে হলো- যদি দিলু নাসেরের চোখে পড়ে তা হয়তো উনাকে নিয়মিত ব্লগে পাব সে আশায়।
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০০৯ ভোর ৬:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




