শূন্যতার বোধ থেকে উঠে আসা যে শান্তি,
তার সাথে আর পাইনা তুলনা
অন্য কিছুর।
নিকষ কালো মাঝরাতে
শুকনো ঝরা পাতার শব্দ যখন
স্পন্দন তোলে ঐ
থকথকে কাদার মতো আঁধারে
তখন
এক গভীর স্বপন থেকে আমি জেগে উঠি;
মস্তিষ্কের ভেতর শুরু হয়
অনবরত বিস্ফোরন- গ'লে গ'লে পড়ে
নিউরন আর পুরোটা শরীর আমার
ছিড়ে ফিড়ে যায়।
তারপর এক শান্তির ঘুম!
পিপিলিকার নরোম শরীরের মতো দেহ নিয়ে,
কোনো এক নির্জন পাহাড়ের সবুজ গালিচায়
তখন আমার নিজেকে সমর্পন।----
সারাটা পাহাড় যেন আমার সাথে ঘুম যায়!
নিকষ কালো মাঝরাতে
শুকনো ঝরা পাতার শব্দ যখন
স্পন্দন তোলে ঐ
থকথকে কাদার মতো আঁধারে
তখন
আবারো এক গভীর স্বপনে আমি ডুব দেই!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




