ভালোবেসে যেদিন একটি বুনোফুল দিয়েছিলে
আর বলেছিলে
এই ফুল যেন থাকে চিরদিন হৃদয়ে অম্লান,
আমি ভুলি নাই- ভোলে নাই সেই করুন
বুনোফুল, এখনো অক্ষত হৃদয়ে যদিও
হয়েছে তারপর বহুদিন গত।
তুমি ভুলে গ্যাছো!
তোমার হৃদয় এখন ঘন শ্যাওলায় ডুবে গ্যাছে!
কাকে দোষ দেই বলো? স্মৃতি যখন
বিশ্বাসঘাতক!
পোড়া কয়লার মতো ধিকি ধিকি জ্বলে
এ হৃদয়, হৃদয় পুড়ে কয়লা হয়ে গ্যাছে
আর তুমি ঘন শ্যাওলায় ডুবে গ্যাছো।
তোমাকে ভালো থাকার কথা বলিনা আজ,
সেই বুনোফুল যেন চিরদিন ভালো থাকে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




