আপনারা কি কেউ ভূত বিশ্বাস করেন? প্রশ্নটি খুবই পুরানো হলেও আবার করছি। আসলে সত্যি কথা বলতে কি আমার ছোটোবেলা থেকেই খুব ভূতের ভয়। তার উপর বড়দের মুখে নানারকম কাহিনী শুনে ছোটোবেলা থেকেই এই ভয়+ বিশ্বাস টা মোটামুটি প্রবল। আমি সবসময়ই খেয়াল করেছি আমাদের চারপাশে অসংখ্য ব্যাখ্যাতীত ঘটনা অহরহ ঘটলেও কখোনই কেউ এই গুলা নিয়ে তেমন মাথা ঘামায়না। একটা নির্দিষ্ট পর্যায়ে যাওয়ার পর কেউ এইসব নিয়ে কথাও বলে না । আমার সব সময়ই মনে হত এই ব্যাখ্যাতীত ঘটনা গুলা নিয়ে একটা স্বচছ আলোচনা হওয়া উচিত। এটা হতে পারে একটা টক শো অথবা একটা ফোরাম এই ব্লগেই।
জ্বীন, ভূত , পরী .. . মৃত্যু/ আত্মা ইত্যাদি নিয়ে আসুন একটা মন্তব্য বৈঠক বসানো যাক।
আমি কিন্তু এই লেখাটা সিরিয়াসলি লিখছি। যারা মনে করছেন আমার খেয়ে দেয়ে কোনো কাজ নাই তাদের কে আগে ভাগেই বলে দিচ্ছি ..আমি এই ব্যাপারে মোটামুটি wise comment/wise persons comment আশা করছি । একটা খাপছাড়া comment দিয়ে ব্যাপারটা ধামাচাপা দেয়া হোক তা চাচ্ছিনা। বিভিন্ন পেশার যেমন engineers/lawyers/doctors/and other graduate দের এই ব্যাপারে point of view টা জানতে চাচ্ছি।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০০৮ সকাল ১১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




