একুশ শতকের দ্বারপ্রান্তে পৃথিবী। সেই সাথে পাল্লা দিয়ে এগিয়ে আছি আমরাও। মোবাইল, ফেসবুক, ইন্টারনেট , ডিভিডি আর স্যাটেলাইট এর এই যুগে নিত্য নতুন হলিউড সিনেমা , হালের সায়েন্স ফিকশন, ইংরেজী সিরিজ ইত্যাদি দেখেই আমরা আর কোনো কিছু দেখার ফুরসত করে উঠতে পারিনা। এমন অবস্থায়, বাংলাদেশী তথা ঢাকার বাণিজ্যিক সিনেমার নাম শুনলে নাক সিঁটকাবেনা এমন লোক খুঁজে পাওয়া বিরল। সেটাই স্বাভাবিক। কিন্তু আমাদের দেশেও ভাল মানের অজস্র ছবি তৈরী হয়েছে এক সময়ে এবং ছিলেন সত্যিকারের অনেক গুনী নির্মাতা ও অভিনেতা -অভিনেত্রী। সেই প্রসংগেই ৮০'র দশক এবং তার আগের অনেক সিনেমার কথা চলে আসে। সেই ৬০ এর দশকে 'মুখ ও মুখোশ ' দিয়ে যাত্রা শুরু বাংলা সিনেমার। তার পর ৮০'র দশক পর্যন্ত আর পিছনে ফিরে তাকাতে হয়নি। 'সিরাজ-উ-দ্দৌলা' , সুয়ো রানী-দুয়ো রানী, ছুটির ঘন্টা, সূর্য দীঘল বাড়ী, ওরা এগারজন, এমিলের গোয়েন্দাবাহিনী....ইত্যাদি নাম না জানা অসংখ্য সুন্দর ও রুচিসম্মত সিনেমা তৈরী হয়েছিল সেই সময়ে। বহু বছর পরে টিভির সামনে বসে সম্প্রতি চ্যানেল আই তে প্রচারিত "সোনার সংসার" নামে ৮০'র দশকের মাঝামাঝি সময়ে নির্মিত একটি অতি সাধারণ সিনেমা দেখে আমি মোটামুটি মুগ্ধ। সবচেয়ে বেশী ভাল লেগেছে ছবিটির 'simplicity' । যাই হোক ছবিটির নায়ক এর নাম আমি জানিনা, নায়িকা 'অন্জু ঘোষ' । এছাড়াও আছেন আজীম, প্রবীর মিত্র, রাজীব, আহমেদ শরীফ এবং আরও অনেকে যাদের নাম আমি জানিনা কিন্তু নিঃসন্দেহে তারা সকলেই অনেক শক্তিমান অভিনেতা-অভিনেত্রী। সবচেয়ে বড় ব্যাপার হল আমি ইন্টারনেট এ ব্যাপক সার্চ করেও এই সিনেমা বা এর কলাকুশলী দের সম্পর্কে কোনো তথ্য সংগ্রহ করতে পারিনি। wikipedia তে এমনকি কলকাতার অভিনেতা-অভিনেত্রী দের সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায় কিন্তু বাংলাদেশের চিত্রজগতের এই সব অমর কুশলীদের সম্পর্কে কোনো তথ্যই নেই। যাদের নাম আমি উল্লেখ করেছি এদের অনেকই আজ নেই, অনেকে হয়ত আছেন। কিন্তু একজন ফ্যান হিসেবে অনেক সার্চ দিয়েও এদের সম্পর্কে কোনো তথ্য বের করতে না পারাটা দুঃখজনক বৈকী। কিছুদিন আগে জনৈক ব্লগারের পোস্টে পরেছিলাম wikipedia তে নাকি biography লেখার ধুম পড়েছে। সব রাম-সাম যদু -মদুরা নাকি নিজেদের আত্নজীবনী লিখতে মরিয়া হয়ে উঠেছে। তখন হাসি পেয়েছিল আত্নজীবনী লেখার ব্যাপারটা নিয়ে। কিন্ত এখন মনে হচ্ছে আত্নজীবনী না হোক অন্তত বাংলাদেশের গুনী মানুষদের জীবনী'র একটা সংগ্রহ থাকাটা খুবই জরূরী। নানা ক্ষেত্রে বিখ্যাত সব ব্যক্তিত্ব দের পাশাপাশি বাংলা চলচ্চিত্রের সংশ্লিস্ট এই সব ইতিহাস তৈরী করা তারকাদের (অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, সংগীত পরিপালক, গায়ক, সুরকার) জীবনী(কর্ম ও বর্তমান অবস্থা) ওখানে স্থান পেতে পারে। আমাদের চলচ্চিত্র সংস্কৃতির খুবই গৌরবময় একটা ইতিহাস আছে। এই ইতিহাস যারা তৈরী করেছেন তাদের ভুলে গেলে চলবেনা। তাদের সুন্দর কাজগুলোর কথা মাথায় রেখে আমাদেরও সামনের দিকে এগিয়ে যেতে হবে। তখনই তৈরী হবে আরও ভাল কোনো কাজ যা কিনা এখন থেকে অনেক বছর পরে প্রসংশিত হবে।
.........এই লেখাটা লিখতে গিয়ে খুবই nostalgic হয়ে পড়ছি বারবার।খুব মনে পড়ছে ছোটবেলায় মা-বাবার সাথে একসাথে বসে বিটিভি তে দেখা আশির দশকের কোনো এক সিনেমার দৃশ্য। সেই সাথে রয়ে গেছে এক অব্যক্ত্ ভাললাগা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




