ক্লাসরুম::: রোল নম্বর এক,
দুই, তিন, চার!
আসতে পারি?
না, এত লেট কেন?
রিক্সা পাইনি।
এসব অজুহাত আর কখনো দেয়া যাবেনা, এরপর লেট হলে উপযুক্ত ব্যবস্হা নেয়া হবে।
তুমি পরপর তিন দিন আসনি কেন?
আমার নানি প্রচন্ড অসুস্হ্য ছিল।
একটা দরখাস্ত জমা দিতে হবে। এরপর এমন হলে নাম কাটা যাবে।
কমনরুম:::
মম: কোলাবেরি গানটা
শুনেছ রাহিপু?
গানটা না কি ইন্টারন্যাশনালি প্রচন্ড হিট।
রাহি: শুনেছি শুনেছি। আমার কাছে আছে।
জাকি,মম,চর্যা:
bluetooth অন করলাম,
গানটা দাওতো।
অনু:এসব কি গান শুনতেছিস?
বন্ধ কর, না হলে মোবাইল ভেঙে ফেলব।
চর্যা:ভেঙে ফেল্লে ফেল,
তোরটাও আস্ত থাকবে না।
মালা: ছিঃ কি রুচি।
গানের কথার কোন ঠিক নাই, এরকম গান কেউ শুনে।
চর্যা রাহি:গানের কথা আউলা
ঝাউলা আর উড়নচন্ডি মার্কা বইলাইতো ভালো লাগতেছে শুনতে।
সবকিছু পরিপাটি আর গোছানো দেখতে দেখতে বিরক্ত। তাই একটু ফালতু গান শুনে স্বাদ চেন্জ করি।
ডিসটেন্স লা
মুন-u
মুন-u
মুন-u
কালার-u
হোয়াইট-u
হোয়াইট ব্যাকগ্রাউন্ড,
নাইট-u নাইট-u,
নাইট-u কালার-u
ব্লাক-u,
হোয়াইট স্কীন-u
গার্ল-u গার্ল-u
গার্ল-u
হার্ট-u
ব্লাক-u
আইস-u
আইস-u
মিট-u মিট-u
মাই ফিউচার ডার্ক,
পা, পা,পাই,
পা,পা,পাই,
পা,পা, পাই,
পা, পাই।
হাহাহাহাহাহা
সুপার মামা,
রেডি ওয়াইন টু থ্রি ফোর।
ওয়াহ ওয়াট এ্যা চেন্জ ওভার মামা।
ওকে মামা নাও
টিউন চেন্জ।
কাইলা গ্লাস
অনলি ইংলিশ, হ্যাঁ।
হ্যান্ড লা গ্লাস
গ্লাস লা স্কচ
আইস-u
ফুল-aa
টিয়ার-u
এম্পটি লাইফ-u
গার্ল-u
কাম-u
লাইফ রিভার্স গিয়ার,
লাউয়ে লাউয়ে
ওহ মাই লাউয়ে
ইউ showed মি
বাউয়ে,
কাউয়ে কাউয়ে
হোলি কাউয়ে।
আই ওয়ান্ট-u
hear নাও-u,
গড আই এম dying
নাও-u,
শী ইজ হ্যাপি নাও-u!
দিস সং ফর soup
বয়েস-u
উই ডোন্ট হ্যাভ
চয়েস-u.
এরকম একটা গান ভালো লাগা নিয়ে আমার রুচির প্রশ্ন আসতেই পারে।
হু কেয়ারস!!!
মেজাজ পুরা বিক্ষিপ্ত!
সারাদিন প্রচুর অঘটন ঘটেছে।
হেডফোনে fool সাউন্ডে কোলাবেরি চালিয়ে মেজাজ ঠান্ডা করার ফালতু চেষ্টা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




