তোমরা কর আমার ধর্মে আঘাত। এটা ঠিক না।
কথা বলতে গেলে প্রমাণ চাও হাজারটা.... একটা প্রমাণ দেখাতে পারবে যে "কোরআন মিথ্যা"..???।
কোরআনের রেফারেন্স কোরআন ছাড়া পাবা কেমনে এর চেয়ে শুদ্ধ আর কোন বই নাই যে।
তোমাদের সাথে কথা বললে অবস্থা এমন দাড়ায় যে, আমি যে আমার মায়ের সন্তান তা টেষ্ট করে প্রমাণ দিয়ে দেখাতে হবে।
পারবো প্রমাণ দিতে সারাদিন.... কিন্তু এমন একটি প্রমাণ দেখাও যেটা বলবে যে কোরআন ভূল। এমন কেউ কি আছে বলবে কোরআন বানোয়াট। আজ থেকে শত শত বছর আগে থেকে রচিত এই বইয়ের ভূল কেন ধরতে পারো না...???
বেশী কথা বলতে চাই না শুধু নাস্তিকদের কাছে একটা প্রমাণ চাই. তারপরে তোমাদের সাথে আরোও কথা হবে.... শর্ত একটাই প্রমাণ দাও আগে।
অতিরিক্ত: আমি সব নাস্তিকের সম্মান করে বলছি.... প্লিজ কোন কমেন্ট করবেন না যদি আপনার কাছে কোন ধরনের প্রমাণ না থাকে যে "কোরআন মিথ্যা"। আর যদি এটা প্রমাণ করতে না পারেন তবে মনে রাখেন যে আপনিই বড় একটা ভূল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




