সাম্প্রদায়িক ও জাতিগত আক্রমনের বিরুদ্ধে প্রতিবাদে একত্রিত হচ্ছি আমরা সবাই আগামীকাল ২ অক্টোবর শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে। সময় বিকাল ৪টা।
বাংলার হিন্দু, বাংলার মুসলিম, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার আদিবাসী... আমরা সবাই বাংলাদেশর নাগরিক।
এটা আপনারই পোষ্টের শেষাংশ।
ভালো কথা, আন্দোলনের ডাক দেন, মানলাম সব মানবতার জন্যই। কিন্তু কথা হইলো ডাকদাতা নিয়ে। এখন ডাকটা দিলেন আপনারা, সেখানে গেলে লোকে কয় আমি নাস্তিক হয়ে গেলাম। আবার বিএনপি ডাক দিলে সেখানে গেলে আমি হয়ে যাই জামাত ছাগু।
এবার আপনিই কন কই যামু আমরা। জামাতীরা করে ধর্ম ব্যবসা, রাজাকারি আর আপনারা করেন নাস্তিকতা।
দুটোই ঘৃন্য। আবার আপনারাই মানবতার খাতিরে আন্দোলনের ডাক দেন। সেখানে না গেলে কন, রাসুলের সম্মান চাইনা। গেলে কন আমরা নাস্তিক / ছাগু হয়ে গেছি।
কই যামু আপনারাই কন???
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১২ দুপুর ১২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




