প্রথমেই আপনাদের বলি আপনি যদি কোন কাজ এ দক্ষ হয়ে থাকেন ( যেমন গ্রাফিক্স ডিজাইন, কোনপ্রগ্রামিং ল্যাংগুয়েজ বা অন্য যেকোন ধরনের সফটওয়্যারে) যদি আপনার দক্ষতা থেকে থাকে তাহলে পিটিসি সাইটে কাজ করে নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না দয়া করে। আর যারা অনলাইনে আড্ডামেরে সময় নষ্টকরেন বা যাদের ফ্রী সময় আছে কিন্ত কোন কাজ পারেন না তাহলে তাদেরকে বলছি শুনুন শুধুমাত্র আপনার যদি ধৈর্য থেকে থাকে তাহলেই আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। প্রতিমাসে 100$ ইনকাম করারজন্য আপনাকে প্রতিদিন ৩০ মিনিট থেকে ১ ঘন্টা সময় ব্যায় করতে হতে পারে তবে আপনি কাজ শুরু করার প্রথম মাস থেকেই এত টাকা ইনকাম করতে পারবেন না। আপনাকে ধরেনিতে হবে যে প্রথম দুই মাস আপনার কোন ইনকাম হবেনা তাই ধৈর্যহারা না হয়ে কাজ করে যান নিরবে।আমাদের দেশে কাজের সাথে কাজের পারিশ্রমিকের কোন মিল নেই, মিল নেই ইনকাম এর সাথে খরচের। সবাই শুধু চিন্তা করে ইশ যদি ইনকামটা আর একটু বাড়ানো যেত তাহলে হয়ত আর একটু ভালোবাসাতে থাকা যেত। আর যারা ছাত্র তারা চিন্তা করে বাসা থেকে যদি আর একটু টাকা পয়সা বেশিদিত তাহলে হয়তো আরো একটু ভাল ভাবে চলতে পারতাম। তবে একটা কথা আপনাদের বলতে চাই পেটিসি কাজটাকে কেউ কারো মেইন কাজ হিসাবে নিবেননা দয়া করে। প্রতিমাসে এক্সট্রা একটু ইনকাম এর জন্য যে কাজ সেটা যেন এক্সট্রা কাজ হিসাবেই থাকে। পিটিসি সাইটে কাজ করে বাংলাদেশের অনেকেই সফলতা পেয়েছেন।যারা পিটিসি কাজ সম্পর্ক যানেন তাদের জন্য এই পোষ্টনয় যারা নতুন তাদের যন্যই আমার এই খুদ্র প্রয়াস। ইনটারনেট অনেক পিটিসি সাইট আছে যার বেশির ভাগই ভুয়া (scam) পেমেন্ট করেনা। তাই সবারকাছে অনুরোধ থাকবে কোন সাইট দেখেই কোন খোজ খবর না নিয়ে কাজ করা শুরু করবেন না যেন। যে সাইটে কাজ করবেন তার সম্পর্কে গুগলে (google ) এ সার্চ করুন সাইটি সম্পকে বিস্তারিত যানুন। যদি সাইটি সম্পর্কে এসক্যাম (scam) হিসেবে কোন তথ্যপান তাহলে ভুলেও সেই সাইটে কাজ করে সময় নষ্ট করবেন না।
শুধু কাজ করলেই হবেনা কাজ করে সেই টাকা হাতেও আনতে হবে। প্রায় সব পিটিসি সাইট এলার্টপে সাপোর্ট করে তাই আপনার যদি এলার্টপে একাউন্ট না থেকে থাকে তাহলে এখান থেকে এর্টলাপে একাউন্ট করেনিন। যেহেতু বেশিরভাগ পিটিসি সাইট ভুয়া তাই নতুনদের যন্য খোজ খবর করে এমন কিছু পিটিসি সাইটের ঠিকানা আপনাদের দিব যেসব সাইট রেগুলার তার ওয়ারকারদের পে করে। আশাকরি নিচের সাইট গুলোতে কাজ করলে আপনারা প্রতারিত হবেননা।
যতো পিটিসি সাইট এখন সারা দুনিয়াতে আছে তাদের মধ্যে সেরা পিটিসি সাইটির নাম অনবাক্স । সাইটির পেমেন্ট সিসটেম যেমুন ভাল তেমনি ভাল সাইটির ফোরাম। অনবাক্সের ফোরামটি খুবই এ্যাকটিভ। ইউজাররা যেকোন ধরনের সমস্যায় পরলে ফোরামে পোষ্টদিলে অতি দ্রততম সময় এর মধ্যে ফোরাম এ্যাডমিন ও অভিঙ্গ ইউজাররা তার সমাধান দিয়ে দেয়।
এই সাইটিতে যদি আপনি কাজ করতেচান তাহলে প্রথমে এখানে ক্লিক করে রেজিষ্টার করেনিন। নাম রেজিষ্টার করা হয়ে গেলে ইউজার নেইম পাসওয়ার্ড দিয়ে এ্যাকাউন্টে লগইন করুন। এ্যাকাউন্টে লগইন হলে উপরে ন্যাভমেনুতে যথাক্রমে [মাই এ্যাকাউন্ট (My Account), ভিউ এ্যাডস (View Ads), ফোরাম (Forum), লাইভ সাপোর্ট ( Live Support)] চারটি বাটন দেখতে পাবেন। এখান থেকে ভিউ এ্যাডস এ ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে চার থেকে পাঁচটি এ্যাড দেখতে দেয়া হবে। এ্যাড এর লিংক এর উপরে ক্লিক করারপর নিল রংএর একটি বৃত্য দেখতে পাবেন বৃত্যটির উপরে ক্রিক করলে একটি নতুন পেজ ওপেন হবে । পেজটি ৩০ সেকেন্ড আপনাকে ওপেন করে রাখতে হবে । ৩০ সেকেন্ড পার হবার পর ইংরেজী বর্ণমালার ৫ টি বর্ণ দেখতে পাবেন ( উদাহরন সরুপ X => HSXD) এই রকম যদি দেখায় তাহলে আপনাকে ডানদিক থেকে X এর উপরে ক্লিক করতে হবে। সহজ কথায় বাদিকে যে বর্ণটি দেখাবে ডানদিক থেকে এ্যাকি বর্ণতে ক্লিক করতে হবে। যখন দেখবেন you have been credited $0.01 এই রকম একটা ম্যাসেজ দিয়েছে তখন বুঝবেন আপনার কাজ শেষ এ্যাকি ভাবে সবকটি এ্যাড দেখে ফেলুন। প্রায় প্রতিটি পিটিসি সাইটে কাজ এর ধরন প্রায় এ্যাকি রকম তাই সময় সল্পতার কারনে সবগুলো সাইট নিয়ে বিস্তারিত লেখা সম্ভবহলোনা কারো যদি কোন বিষয়ে বুঝতে কোন সমস্যা হয় তাহলে মন্তব্য আকারে একানে লিখতে পারেন। অথবা ইয়াহুতে এ্যাড করতে পারেন [email protected] ফেসবুকে পাবেন http://www.facebook.com/nijhum.dip
এখানে আমার দেখা সেরা পিটিসি সাইট গুলোর এ্যাড্রস দেয়া হলো । যারা কাজ করতে আগরোহি তারা ব্যানারে ক্লিক করে Registration করে কাজ শুরু করেদিতে পারেন । আর Registration করার সময় রেফারাল ঘরে shodaipati লিখুন। আর যেকোন ধরনের সহযোগিতার জন্য যোগাযোগ করুন ইয়াহু অথবা ফেসবুকে। ধন্যবাদ সবাইকে।
সাইটের নামসহ বিস্তারিত পাবেন এখানে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




