একটা নয়া ক্রিপ্টো কারেন্সী দেখলাম। পাই কয়েন নাম। এক ফ্রেন্ড ইনভাইট করায় ইনস্টল করেছিলাম। এটায় দেখি কমিউনিটি অপশন আছে। চ্যাট করা যায়। মনে হলো এরা ক্রিপ্টোকারেন্সী দেখিয়ে সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করতে যাচ্ছে। যাহোক, ফ্রি ফ্রি একটা পাই কয়েন পেলাম ফ্রেন্ডের ইনভাইটেশন থিকা। কোনদিন ১ পাই কয়েন = ১০ হাজার ডলার হয়ে গেলেই তো আমি ব্রলোক!
এখন, আমার ইনভাইটেশন লিংকে ক্লিক করে ১ কয়েন জিতে নেন। এরপর প্রতিদিন কয়েনের সংখ্যা বাড়তে থাকবে (স্লোলিং মাইনিং হবে)।
Link: https://minepi.com/ExonHost
Invitation code is: ExonHost
এপ নামানোর পর সাইনআপ করার সময় invitation code এর জায়গায় ExonHost লেইখেন যে!

সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




