আমরা ইচ্ছায় বা অনিচ্ছায় এমন অনেক কাজ করে থাকি, যেগুলোকে অন্যায় বা অপরাধ বলে মনে করি না; অথচ আমাদের চারপাশের লোকজন ক্ষতির সম্মুখীন হন। আইন দ্বারা সেসব দমন করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন আত্মসচেতনতা ও বিবেকবোধকে জাগানো। এবার আসুন এ ধরনের কিছু অপরাধের কথা স্মরণ করা যাক।।
১। বাস, ট্রেন বা জনসমাগম স্থানে অবলীলায় ধূমপান করে পরিতৃপ্তি পাচ্ছি। কিন্তু আশপাশের লোকজন যে কী কষ্ট পাচ্ছে তা অনুধাবন করছি না।
২। রাস্তার পাশে দাঁড়িয়ে উন্মুক্ত স্থানে প্রস্রাব করছি। কিন্তু পরিবেশ দূষণের কথা ভাবছি না।
৩। বড় বড় হোটেলের কিংবা লঞ্চ, ষ্টিমারের বাথরুমে কিংবা কোনো ঐতিহাসিক স্থাপনায় ইচ্ছেমতো আজেবাজে কথা লিখে রাখছি। এতে অনেকেই বিড়ম্বিত হচ্ছেন।
৪। মহল্লার দোকানে বা কোনো বাসায় উচ্চৈঃস্বরে ক্যাসেট বাজিয়ে নিজে আনন্দ করছি। কিন্তু কোনো অসুস্থ রোগী পাশেই আছে কিনা অথবা শব্দ দূষণ হচ্ছে কি না তা বিবেচনা করছি না।
৫। বাড়ি বানানোর সময় ইচ্ছেমতো রাস্তা দখল করে মালামাল মজুত করছি, কিন্তু পথচারীদের দুর্ভোগের কথা ভাবছিনা।
৬। টাকার গায়ে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর দিয়ে বিপরীত কোনো বন্ধুর আশায় থাকছি। কিš' জাতীয় সম্পদের অবমাননা ও ক্ষতি করার বিষয়টি তুচ্ছজ্ঞান করছি।
এমনি আরও ছোটখাটো অন্যায় আমরা হরহামেশাই করে থাকি। তাই আসুন সচেতন হই, বিবেককে জাগ্রত করি, অন্যের অসুবিধার কথা ভাবি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




