দেশের কোথাও না কোথাও ইভ টিজিং এর ঘটনা প্রতিদিনই ঘটছে। এর প্রাথমিক কারণ গুলোঃ
১. উঠতি যৌবনের এ্যাডভেঞ্চারের বিপথ গামীতা।
২. সঙ্গী দোষ।
৩. অভিভাবকদের নজরদারির অভাব।
৪. যথাযথ কর্তৃপক্ষের খামখেয়ালিপনা।
৫. রাজনৌতিক প্রশ্রয়।
যেভাবে সহজে প্রতিরোধ সম্ভবঃ
১. সংসারে মূল্যবোধ শিক্ষা দেয়া
২. বন্ধুবান্ধবদের দ্বারা প্রতিরোধ
৩. সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করা
৪. আইনের প্রয়োগ
চ বি'র সাম্প্রতিক ঘটনায় যা করা যায়ঃ
১. দোষী ছাত্রদের নাম ও ছবি সহ লিফলেট বিতরণ
২. ব্লগে ছবি প্রকাশ করা
৩. উপাচার্যকে ব্লগে প্রকাশিত লিখার ভিত্তিতে গণ চিঠি দিয়ে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য করা
৪. মেয়েদের পক্ষ থেকে দোষী ছাত্রদের বয়কট করা
৫. পত্রিকায় চিঠিলিখে শাস্তি দাবী করা
৬. নিকটস্থ থানাতে খোলা চিঠি দিয়ে অভিযোগ জানানো যেন ওসি নিজে মামলা করতে প্রবৃত্ত হয়
আরো অনেক ব্যবস্থা নেয়া যায় যেগুলো কিছুটা কঠিন। সামাজক প্রতিরোধ সবচেয়ে সহজ ও শক্তিশালী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




