আমার ক্লাসের এক বন্ধু একবার হঠাৎ করে নাস্তিক হয়ে গেল। সে ঘোষণা দেয় আল্লাহ বলে কিছু নেই এসব হাবিজাবি। সে শুক্রবারে নামাজ পড়বেনা। একদিক খালা ব্যাপারটা জানতে পারলো । সেদিন থেকে দিলেন ভাত বন্দ করে । বলে দিল যার তোর নাস্তিক ওস্তাদকে বল গিয়ে ভাত খাওয়াতে। খালার সাফ কথা নামাজ না পড়লে ভাত নাই । বেচারা তখন জিদ ধরে চলে গেল। দু তিন দিন বাহিরে কোথায় ভাত খেল। কিন্তু তিনদিন বাদে রাতে সে বাড়ি ফিরলো। কান্নাকাটি করে তার নাস্তিক জীবনের ইতি ঘটালো।
ঈদানিং নেটে এলে মনে হয় দেশ নাস্তিকদের স্বররগরাজ্যে পরিনিত হয়েছে। দেশে অনেক নাস্তিক আছে এবং বাড়ছে। কিন্তু নাস্তিক বাড়ছে কথা সত্য, তবে কুকুরের মত।
একটু চিন্তা করেন, ছোটকাল থেকেই দেখে আসলাম কুকুর একসাথে ৫-৬ টা বাচ্চা দেই। আমাদের দেশে কেউ কুকুর খায়না তাই জবাইও করেনা । সেক্ষেত্রে কুকুরের সংখ্যাতও গরু ছাগল থেকে বেশী হবার কথা কারন গরু ছাগল প্রতি বছর লাখ লাখ জবাই দেয়া হয়। উপরুন্ত গরু একটির বেশী বাচ্চা দেয়না, ছাগল ২ টার বেশী তেমন একটা দেয়না ।
তাই ভাবলাম নাস্তিক যেমন কুকুরের বাচ্চার মত অনেক মনে হয় আসলে বাস্তবে এরা কুকুরের মতই বাড়েনা বরং কমে ।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১২ রাত ৮:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




