সেই ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেছি, আমার একজন বন্ধু হবে...., কেবল স্কুল-কলেজ বা পাড়ার বন্ধুনা, বন্ধুর চেয়েও বেশিকিছু: যে আমার জন্য কাঁদবে/হাসবে এবং আমি যাঁর জন্য কাঁদব-টাইপ। এমন একজন বন্ধুর খেঁজে, আমার অন্য বন্ধুরা স্কুল থেকেই হন্যে হয়েছিল । আমি কিছু করতে পারিনি: কিছুটা আঁতলামীর জন্য, আর কিছুটা বাবা-মায়ের ভয়ে । বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পরে যখন বাবা-মায়ের সম্মতি পেলাম, তখন কেরিয়ার ছাড়া অন্য কিছু মাথায় আসত না (পুরোপুরি আঁতলামী)। এমন করতে করতেই ৩১-এ পা দিলাম । ইতিমধ্যে, কেরিয়ারের কোন হিল্লা নাকরে বরং চরম অনিশ্চয়তার মধ্যে নিজেকে স্থাপিত করলাম
এতকছুর মধ্যে, আমার বাবা-মা আমার বয়েসের হিসাবে একটা গোলমাল পাকিয়ে ফেল্লেন । তাঁদের মতে আমার বয়স ১৩-১৪-তে অটকে আছে । আনেক হিসাব-নিকাশ করে দেখানোর পরে যখন তাঁদের হুঁস হল, তখন তাঁরা শুরু করলেন কাঁনামাছি খেলা: বাড়িতে থাকলে বলে ঢাকাতে গিয়ে মেয়ে দেখবেন । আবার ঢাকাতে গিয়ে বলে, বাড়িতে গিয়ে মেয়ে দেখবেন । অনেক বলে-কয়ে যখন তাঁদের মধ্যে সত্যিকারের আগ্রহ (!) তৈরিকরালাম, তখন দেখা গেল আমার মধ্যে আনেক সমস্যা- আমাকে কারো পক্ষে বিয়ে করা একেবারেই অসম্ভব।
কোন মেয়ে বলে আমার বয়স আনেক বেশি, আমি বুড়া মানুষের দলে পড়ি
আমার এত সব সমস্যা আমি মাথা পেতে নিয়েছিলাম । কিন্তু যখন মা-এর কাছে শুনলাম এক মেয়ে আমাকে খাটো বলে লাল রং-এর একটা কার্ড প্রদর্শণ করেছেন, তখন আর নিজেকে সামলে রাখতে না পেরে, জিজ্গাষা করেই নিজের ভুল বুঝতে পারলাম (কারন উনি যে মাত্র ৫ ফুট ৬ ইঞ্ঝি !!!!!
প্রতিদিন ঘুম ভেঙ্গে ভাবতাম, আজকে দিনটা অন্যরকম লাগছে । আজই একটা সুসংবাদ(!) আসবেই । কিন্তু প্রতিদিনই একই গল্প শুনি- কেবল কিছু কিছু চরিত্রে নতুর নতুন মুখ। আর ধীরে ধীরে আমার বিশ্বাস দৃঢ় হতে থাকে যে, এই পৃথীবিতে আমার তেমন কোন বন্ধু হবেনা যেমনটা আমি চাই ।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১১ সকাল ৯:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




