দোকান খোলো দেখি, পসড়া সাজাও দেখি,
যে ঘাটে রাধিকা হবে পাড়, কাঁনাই সেই ঘাটের মাঝি।
ও গো গোয়ালিনী....
ও রাধে গো...
নিত্য নিত্য যাও গো রাধে, মথুরা ভুবনে... রাধে মথুরা ভুবনে...
এবার বিকি দিয়ে যাও, নইলে তো আর ছাড়বনা।
সাঙ্গ করে দেব বেচাকিনি, ও গো গোয়ালিনী।
দোকান খোলো দেখি, পসড়া সাজাও দেখি।
ও রাধে গো...
তোমার চোখের কোনে প্রেমের ফাঁসি,
মুখের কোনে মুচকি হাসি,
লজ্জা-সরম নাইকিলো তোর ডড়...।
খেঁয়ার কড়ি দিয়ে যাও, নইলে তো আর ছাড়ব না।
সাঙ্গ করে দেব বেচাকিনি, ও গো গোয়ালিনী...।
ও রাধে গো...
ভাঙব তোমার দধির ভান্ড, লুটব ননির হাড়ি, রাধে লুটব ননির হাড়ি...
এবার কড়ি দিয়ে যাও, নইলে তো আর ছাড়ব না।
সাঙ্গ করে দেব বেচাকিনি, ও গো গোয়ালিনী।
দোকান খোলো দেখি, পসড়া সাজাও দেখি।
যে ঘাটে রাধিকা হবে পাড়, কাঁনাই সেই ঘাটের মাঝি।
ও গো গোয়ালিনী....
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




