যুবভারতী কেন্দ্রিক সম্ভাব্য বিশৃঙ্খলার জন্য সিস্টেম দায়ী? না সংগঠকদের পেশাদারিত্বের অভাব দায়ী? এই নিয়ে তর্ক জুড়ে যে দিন শহর কলকাতাকে আক্রান্ত করে রেখেছে সে দিন কয়েক হাজার মাইল দূরের ম্যাঞ্চেস্টারে নতুন বিতর্ক।
আসলে বিতর্ক নয়। বিতর্কের কোনও অবকাশও নেই। কারণ এখানে যা বলা হয়েছে সেটা রেকর্ডেড রয়েছে। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন এমন কিছু মন্তব্য করেছেন টেলিভিশনে যা ভারতীয় ক্রিকেট বোর্ড এখন চ্যানেল কর্তৃপক্ষের কাছ থেকে এনে বাজিয়ে শুনতে চাইছে।
বুধবার ম্যাঞ্চেস্টারের টি-টোয়েন্টি ম্যাচে ভারত যখন ফিল্ডিং করছিল, তখন চতুর্থ ওভারে নাসের হুসেন ধারাভাষ্য দিতে গিয়ে বলেন, “ভারতের দু’তিন জন ফিল্ডার ভাল। কিন্তু বেশির ভাগই গাধা গোত্রের।” হর্ষ ভোগলে তখন নাসেরের সহ-ভাষ্যকার ছিলেন। তিনি কোনও মন্তব্য করেননি। কোনও প্রতিবাদও নয়।
ঘটনা হচ্ছে, ড্রেসিংরুমে যে টিভি চলে তাতে আওয়াজ আসে না। যার জন্য ভারতীয় ক্রিকেটারেরা ম্যাচের দিন জানতেই পারেননি এ রকম একটা মন্তব্য তাঁদের নিয়ে করা হয়েছে। এ দিন দুপুরে ভারত থেকে আসা খবরে ক্রিকেটারেরা জানতে পারেন নাসেরের মন্তব্যের কথা। বোর্ড কর্তাদের কাছেও খবর পৌছয়। তারা ইএসপিএন চ্যানেলের কাছে ম্যাচের রেকর্ডিং চেয়ে পাঠান। রাজীব শুক্ল এমন কথাও বলেন, “অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ধারাভাষ্যকারের বিরুদ্ধে বোর্ড অভিযোগ জানাবে।”
এ দিকে ভারতীয় শ্রোতারা হর্ষ ভোগলেকে আক্রমণ করে প্রচুর টুইট করতে থাকেন। হর্ষকে যোগাযোগ করে হলে তিনি বলেন, “নাসের এ রকম কিছু বলেছিল বলে মনে পড়ছে না। আজ টুইটারে অনেকের প্রতিক্রিয়া দেখে প্রথম টের পেলাম যে এ রকম কিছু হয়েছে।” তাঁকে বলা গেল, নাসের যদি না বলে থাকেন তা হলে এত শ্রোতা শুনলেন কী করে? ভোগলে বললেন, “আমি কিন্তু সত্যিই মনে করতে পারছি না।”
টেস্ট সিরিজ চলাকালীন নাসের হুসেন বনাম রবি শাস্ত্রী একটা বিতর্ক হয়েছিল। নাসের তখনও ভারতীয় ক্রিকেটকে আক্রমণ করে ছিলেন। বিতর্কের পর নাসের বলেছিলেন, “আমি মোটেও ভারত-বিদ্বেষী নই। ভারতে জন্মেছি। ভারতীয় ক্রিকেটারদের পছন্দ করি।” বৃহস্পতিবার রাতে ম্যাঞ্চেস্টারে রবি শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এক বন্ধুর বাড়িতে গণেশ চতুর্থীর পূজোর অনুষ্ঠানে ব্যস্ত। হর্ষ প্রতিবাদ করেননি শুনে শাস্ত্রীর বক্তব্য, “করলেও ঝামেলা। না করলেও ঝামেলা।” বলার কারণ অতীতে তিনি প্রতিবাদ করায় বলা হয়েছিল, তিনি যেহেতু বোর্ডের পে-রোলে থাকা ভাষ্যকার তাই নাসেরের বিরুদ্ধে গলা ফাটালেন।
০-৫ হারে বিধ্বস্ত ভারতীয় বোর্ড নাসেরের মন্তব্য নিয়ে কতটা আক্রমণাত্মক হয় সেটাই এখন দেখার।

ওভারে নাসের হুসেন ধারাভাষ্য দিতে গিয়ে বলেন, “ভারতের দু’তিন জন ফিল্ডার ভাল। কিন্তু বেশির ভাগই গাধা গোত্রের।”
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





