
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয় দলের নতুন অধিনায়ক হয়েছেন মুশফিকুর রহিম। তার আগে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন
১। শামীম কবীর,
২। শফিকুল হক হীরা,

৩। রকিবুল হাসান,

৪।গাজী আশরাফ হোসেন লিপু,

৫ ।মিনহাজুল আবেদীন নান্নু,

৬। ফারুক আহমেদ,

৭।আকরাম খান,

৮।আমিনুল ইসলাম বুলবুল,

৯।নাঈমুর রহমান,

১০।খালেদ মাসুদ পাইলট,

১১। খালেদ মাহমুদ সুজন,

১২। হাবিবুল বাশার সুমন,

১৩।রাজিন সালেহ,

১৪। মোহাম্মদ আশরাফুল,

১৫।মাশরাফি বিন মর্তুজা
১৬। সাকিব আল হাসান।

১৭।মুশফিকুর রহিম

তার সহকারী করা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। এ দু’জন ওয়েস্ট ইন্ডিজ ও পাকি¯-ানের বিপক্ষে দুটি হোম সিরিজে দলকে নেতৃত্ব দেবেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী মাসে এবং পাকি¯-ানের বিপক্ষে ডিসেম্বরে বাংলাদেশ সিরিজ খেলবে। তিনি বলেন, বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির পক্ষ থেকে এ দু’জনের নাম প্র¯-াব করা হয়। মুশফিকুর রহিম বাংলাদেশের সতেরতম অধিনায়ক। ক্রিকেটে বাংলাদেশ দলের ভরাডুবির পর আশরাফুলকে সরিয়ে মাশরাফিকে যখন অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছিল, তখন তার সহকারী ছিলেন সাকিব আল হাসান। পরে মাশরাফির ইনজুরিতে সাকিব অধিনায়ক হলে সাকিবের ডেপুটি করা হয় বগুড়ার ছেলে মুশফিকুর রহিমকে। বিশ্বকাপ ক্রিকেটে সাকিবকে অধিনায়ক ও তামিম ইকবালকে সহ-অধিনায়ক করা হলে মুশফিকুর রহিম তার দায়িত্ব হারান। আবার আট মাসের মাথায় তিনি পূর্ণ দায়িত্ব পেলেন।
মুশফিকুর রহিম অধিনায়কের দায়িত্ব পেয়েছেন যখন অকুল সাগরে ভাসছে বাংলাদেশের ক্রিকেট। সাকিবের নেতৃত্বে জিম্বাবুয়ের কাছে দলের শোচনীয় হার, দলের ২০০৯ সালের টি২০ বিশ্বকাপ মাঠে বিভেদ তৈরি, সাকিব-তামিম নিজেদের আইনের ঊর্ধ্বে ভাবা ইত্যকার নানা অভিযোগে তাদের দু’জনকে সরিয়ে দেয়া হয়।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





